
ভ্রমণপ্রেমীদের জন্য পাসপোর্টে স্ট্যাম্প ছিল এক ধরনের স্মৃতিচিহ্ন; নতুন দেশে পা রাখার প্রমাণ, একেকটি স্ট্যাম্প যেন একেকটি গল্প। কিন্তু সেই যুগ শেষ হতে চলেছে। আগামী মাস থেকে ইউরোপের ২৯টি দেশ পাসপোর্ট স্ট্যাম্পের পরিবর্তে চালু করছে আধুনিক ডিজিটাল সীমান্ত ব্যবস্থা।
১২ অক্টোবর থেকে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো নতুন Entry/Exit System চালু করবে, যেখানে মুখের ছবি, আঙুলের ছাপ ও ডিজিটাল রেকর্ডের মাধ্যমে সীমান্ত নিয়ন্ত্রণ করা হবে। ২০২৬ সালের এপ্রিলের মধ্যে এই পদ্ধতি পুরোপুরি কার্যকর হবে।
এই পরিবর্তনকে বলা হচ্ছে আধুনিকায়ন। যদিও অনেক ভ্রমণকারী এটিকে “একটি যুগের অবসান” হিসেবেই দেখছেন। পাসপোর্টের পাতায় স্ট্যাম্পের দাগ ছিল যেন ব্যক্তিগত ভ্রমণ ডায়েরির মতো, যা এখন হারিয়ে যাচ্ছে।
ইউরোপ ছাড়াও যুক্তরাজ্য ইতোমধ্যে ২০২৫ সালের জানুয়ারি থেকে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ETA) চালু করেছে। অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, হংকং ও আর্জেন্টিনা অনেক আগেই স্ট্যাম্প বাদ দিয়েছে। এমনকি যুক্তরাষ্ট্রও ধীরে ধীরে স্ট্যাম্প ব্যবস্থার বাইরে যাচ্ছে এবং facial recognition, Global Entry, TSA PreCheck-এর মতো ডিজিটাল পদ্ধতি বাড়াচ্ছে।
এই পরিবর্তনের পেছনে রয়েছে নিরাপত্তা, জালিয়াতি রোধ এবং সীমান্তে দ্রুত চেক-ইন সুবিধা। যদিও প্রযুক্তিগতভাবে এটি সুবিধাজনক। অনেক ভ্রমণকারী মনে করেন, স্ট্যাম্প ছিল এক ধরনের “ভ্রমণ ট্রফি”, যা এখন আর থাকবে না।
তবে কিছু বিমানবন্দরে এখনো স্মারক স্ট্যাম্পের ব্যবস্থা রয়েছে, যা ভ্রমণকারীরা কাস্টমসে অনুরোধ করে নিতে পারেন।
যেসব দেশ স্ট্যাম্প বাদ দিচ্ছে তাদের মধ্যে রয়েছে: অস্ট্রিয়া, বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন, সুইডেন, নরওয়ে, সুইজারল্যান্ডসহ মোট ২৯টি ইউরোপীয় দেশ।
তথ্যসূত্র: টাইম আউট ডট কম