Logo
×

Follow Us

বাংলাদেশ

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক নাগরিক সমাজের উদ্বেগ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১২

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক নাগরিক সমাজের উদ্বেগ
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক নাগরিক সমাজের উদ্বেগ

বাংলাদেশে মানবাধিকার, গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ও বৈশ্বিক নাগরিক সমাজের একাধিক সংগঠন। সম্প্রতি এক যৌথ বিবৃতিতে তারা বলেছেন, বাংলাদেশে বিরোধী মত দমন, শান্তিপূর্ণ সমাবেশে বাধা, এবং সাংবাদিকদের ওপর নিপীড়ন বাড়ছে, যা আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের পরিপন্থি।

বিবৃতিতে বলা হয়, “বাংলাদেশে নাগরিক স্বাধীনতা সংকুচিত হচ্ছে। মতপ্রকাশের অধিকার, রাজনৈতিক অংশগ্রহণ এবং মানবাধিকার রক্ষায় রাষ্ট্রের ভূমিকা প্রশ্নবিদ্ধ”। তারা উদ্বেগ প্রকাশ করেন, আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে রাজনৈতিক পরিবেশ আরো দমনমূলক হয়ে উঠছে।

এই বিবৃতিতে অংশ নিয়েছে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন মানবাধিকার সংগঠন, জার্মানি, সুইডেন, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, কানাডা ও যুক্তরাষ্ট্রের নাগরিক সমাজের প্রতিনিধিরা। তারা বাংলাদেশের সরকারকে আহ্বান জানিয়েছেন, আন্তর্জাতিক মানবাধিকার চুক্তি অনুযায়ী নাগরিকদের অধিকার নিশ্চিত করতে।

বিশেষভাবে উল্লেখ করা হয় ডিজিটাল নিরাপত্তা আইন, যা সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতায় বাধা সৃষ্টি করছে। এই আইনের অপব্যবহার করে সাংবাদিক, মানবাধিকারকর্মী ও সাধারণ নাগরিকদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের ঘটনা বেড়েছে।

বিবৃতিতে আরো বলা হয়, “বাংলাদেশের জনগণ শান্তিপূর্ণভাবে তাদের মতপ্রকাশ করতে চায়। কিন্তু রাষ্ট্রীয় দমননীতি তাদের সেই অধিকারকে হুমকির মুখে ফেলছে”। তারা জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থাকে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ ও সমর্থন জোরদার করার আহ্বান জানান।

বাংলাদেশের নাগরিক সমাজের অনেকেই এই বিবৃতিকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করেন, আন্তর্জাতিক পর্যায়ে এমন উদ্বেগ প্রকাশ দেশীয় মানবাধিকার আন্দোলনকে শক্তিশালী করবে এবং সরকারের ওপর চাপ সৃষ্টি করবে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে।

এই বিবৃতি এমন সময় এসেছে, যখন বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে এবং নির্বাচনকে ঘিরে নানা অনিশ্চয়তা তৈরি হয়েছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, একটি অংশগ্রহণমূলক, স্বচ্ছ ও সহিংসতামুক্ত নির্বাচনই পারে দেশের গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করতে।

তথ্যসূত্র: দৈনিক সমকাল

Logo