Logo
×

Follow Us

বিশ্ব

ফিফা বিশ্বকাপে ৬৫ হাজার স্বেচ্ছাসেবকের জন্য সুবর্ণ সুযোগ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ০৮:৪৯

ফিফা বিশ্বকাপে ৬৫ হাজার স্বেচ্ছাসেবকের জন্য সুবর্ণ সুযোগ

ফুটবলপ্রেমীদের জন্য এক অনন্য সুযোগ নিয়ে এসেছে ফিফা বিশ্বকাপ ২০২৬। কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপে ইতিহাসের সবচেয়ে বড় স্বেচ্ছাসেবক কর্মসূচি চালু করেছে ফিফা, যেখানে ৬৫ হাজার জন স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হবে। এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিশ্বকাপের অভ্যন্তরীণ কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

বিশ্বকাপ চলবে ১১ জুন থেকে ১৯ জুলাই ২০২৬ পর্যন্ত, ১৬টি শহরে। স্বেচ্ছাসেবকরা দর্শকদের স্বাগত জানানো, গাইড করা, মিডিয়া ও পরিবহন সহায়তা এবং স্টেডিয়াম ও ভেন্যুতে বিভিন্ন কার্যক্রমে যুক্ত থাকবেন। এটি শুধু একটি দায়িত্ব নয়, বরং বিশ্ব সংস্কৃতির সঙ্গে যুক্ত হওয়ার এক দুর্লভ অভিজ্ঞতা।

এই কর্মসূচিতে অংশ নিতে হলে আবেদনকারীর বয়স হতে হবে কমপক্ষে ১৮ বছর। ইংরেজি ভাষায় দক্ষতা আবশ্যক, তবে স্প্যানিশ বা কানাডিয়ান ফরাসি জানলে বাড়তি সুবিধা মিলবে। আবেদনকারীদের কমপক্ষে ৮টি শিফটে কাজ করতে হবে, প্রতিটি শিফট ৬-৮ ঘণ্টার। আবেদনকারীদের অবশ্যই নির্বাচিত দেশ অনুযায়ী আইনগতভাবে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার যোগ্য হতে হবে।

স্বেচ্ছাসেবকরা পাবেন:

- ফিফার অফিসিয়াল ইউনিফর্ম ও অ্যাক্রেডিটেশন

- প্রতিটি শিফটে খাবার ও রিফ্রেশমেন্ট

- আন্তর্জাতিক বন্ধুতা ও নেটওয়ার্ক গড়ার সুযোগ

- ইভেন্ট ম্যানেজমেন্ট, টিমওয়ার্ক ও যোগাযোগ দক্ষতা অর্জনের সুযোগ

- আত্মবিশ্বাস, নেতৃত্ব ও সাংস্কৃতিক বোঝাপড়া বৃদ্ধির অভিজ্ঞতা

আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে আগস্ট থেকে এবং চলবে সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহীরা ফিফার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে FIFA Volunteer Community-তে নিবন্ধন করতে পারবেন। এরপর অনলাইন অ্যাসেসমেন্ট, ট্রেনিং ও ব্যাকগ্রাউন্ড চেকের মাধ্যমে চূড়ান্ত নির্বাচন হবে। নির্বাচিতরা অংশ নেবেন “Volunteer Team Tryouts”–এ, যেখানে তাদের প্রস্তুতি ও দক্ষতা যাচাই করা হবে।

আবেদন করতে হবে সেপ্টেম্বর ২০২৫ এর মধ্যেই।

বিশ্বকাপ ২০২৬ হবে ৪৮টি দলের অংশগ্রহণে ইতিহাসের সবচেয়ে বড় ফুটবল আসর। এই বিশাল আয়োজন সফল করতে ফিফা স্বেচ্ছাসেবকদের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। বাংলাদেশ থেকেও আগ্রহীরা চাইলে এই কর্মসূচিতে আবেদন করতে পারেন। এটি শুধু ফুটবল নয়, বরং বিশ্ব সংস্কৃতির সঙ্গে যুক্ত হওয়ার এক দুর্লভ সুযোগ। 

তথ্যসূত্র: ফিফা অফিসিয়াল ওয়েবসাইট

www.fifa.com/en/tournaments/mens/worldcup/canadamexicousa2026/volunteers

Logo