
শিক্ষাই জাতির মেরুদণ্ড- এ কথা আবারো প্রমাণিত হলো যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সিবিআরইর সাম্প্রতিক তালিকায়। ২৫ থেকে ৬৪ বছর বয়সী জনগোষ্ঠীর মধ্যে স্নাতক বা উচ্চতর ডিগ্রিধারীদের হার বিবেচনায় বিশ্বের সবচেয়ে বেশি শিক্ষিত ১০টি দেশের তালিকা তৈরি করেছে প্রতিষ্ঠানটি। তালিকায় দেখা গেছে, শীর্ষ ১০ দেশের মধ্যে ৬টিই ইউরোপের।
তালিকার শীর্ষে রয়েছে আয়ারল্যান্ড, যেখানে ৫২.৪% কর্মক্ষম জনগোষ্ঠী স্নাতক বা তার চেয়ে বেশি শিক্ষায় শিক্ষিত। দ্বিতীয় অবস্থানে সুইজারল্যান্ড, যেখানে এই হার ৪৬%। তৃতীয় স্থানে রয়েছে এশিয়ার উন্নত দেশ সিঙ্গাপুর, যেখানে ৪৫% মানুষ উচ্চশিক্ষিত।
চতুর্থ অবস্থানে রয়েছে বেলজিয়াম (৪৪.১%), পঞ্চম যুক্তরাজ্য (৪৩.৬%) এবং ষষ্ঠ নেদারল্যান্ডস (৪২%)। ইউরোপের এই ছয় দেশই তালিকার প্রথম ছয়টি স্থানের মধ্যে পাঁচটি দখল করেছে, যা মহাদেশটির শিক্ষা ব্যবস্থার শক্তিশালী অবস্থানকে তুলে ধরে।
সপ্তম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র, যেখানে ৪০.৩% মানুষ স্নাতক ডিগ্রিধারী। সংখ্যায় যা ৭ কোটি ৮২ লাখ। অষ্টম স্থানে রয়েছে অস্ট্রেলিয়া, যেখানে ৩৯.৭% মানুষ উচ্চশিক্ষিত। একই হারে (৩৯.৭%) নবম স্থানে রয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ইসরায়েল। দশম স্থানে রয়েছে স্ক্যান্ডিনেভিয়ান দেশ সুইডেন, যেখানে ৩৯.৬% মানুষ স্নাতক বা তার চেয়ে বেশি শিক্ষায় শিক্ষিত।
এই তালিকা থেকে স্পষ্ট, উন্নত অর্থনীতি ও উদ্ভাবনী সক্ষমতার সঙ্গে উচ্চশিক্ষার একটি সরাসরি সম্পর্ক রয়েছে। এসব দেশের শিক্ষিত জনগোষ্ঠী শুধু উৎপাদনশীল নয়, বরং তারা গবেষণা, প্রযুক্তি ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তথ্যসূত্র: দৈনিক প্রথম আলো