Logo
×

Follow Us

বিশ্ব

২০২৫ সালের বিশ্বসেরা এয়ারলাইন্স কোনগুলো?

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ০৭:৫৫

২০২৫ সালের বিশ্বসেরা এয়ারলাইন্স কোনগুলো?

বিশ্বের সবচেয়ে বড় যাত্রীবাহী বিমান এয়ারবাস এ থ্রিএইটজিরো আবারো আকাশে রাজত্ব করছে। ২০২৫ সালে যেসব এয়ারলাইন্স এই ডাবল ডেকার বিমানটি নিয়মিত ব্যবহার করছে, তাদের তালিকা প্রকাশ করেছে এভিয়েশন এটুজেড। কোভিড-পরবর্তী সময়ে এ থ্রিএইটজিরোর চাহিদা কমে গেলেও দীর্ঘ রুটে যাত্রী চাহিদা বাড়ায় অনেক এয়ারলাইন্স আবার এই বিমানটি ফিরিয়ে এনেছে।

এমিরেটস: এ থ্রিএইটজিরো ব্যবহারে শীর্ষে রয়েছে এমিরেটস। বর্তমানে ৮০টির বেশি এয়ারবাস তাদের বহরে রয়েছে। লন্ডন, নিউইয়র্ক, সিডনি, মেলবোর্নসহ বহু রুটে এই বিমান ব্যবহার করছে তারা। অনবোর্ড শাওয়ার, বার লাউঞ্জ ও ফার্স্ট ক্লাস সুইটের কারণে যাত্রীদের কাছে এটি অত্যন্ত জনপ্রিয়।

সিঙ্গাপুর এয়ারলাইন্স: সিঙ্গাপুর এয়ারলাইন্স তাদের এ থ্রিএইটজিরো-এ “সুইটেস ক্লাস” চালু করেছে, যা একক কেবিনের মতো। লন্ডন, সিডনি ও ফ্রাঙ্কফুর্ট রুটে এই বিমান ব্যবহার করা হয়।

ব্রিটিশ এয়ারওয়েজ: ব্রিটিশ এয়ারওয়েজ ১২টি এ থ্রিএইটজিরো পরিচালনা করছে। নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, হংকং ও সিঙ্গাপুর রুটে এই বিমান ব্যবহার করা হয়।

কাতার এয়ারওয়েজ: কাতার এয়ারওয়েজ কিছু এ থ্রিএইটজিরো পুনরায় চালু করেছে, বিশেষ করে লন্ডন ও প্যারিস রুটে। যদিও তারা ভবিষ্যতে এ থ্রিএইটজিরো বাদ দেওয়ার পরিকল্পনা করছে।

লুফথানসা: জার্মানির এ এয়ারলাইন্স ২০২৫ সালে এ থ্রিএইটজিরো পুনরায় চালু করেছে। মিউনিখ থেকে লস অ্যাঞ্জেলেস, ব্যাংকক ও দিল্লি রুটে এই বিমান ব্যবহার করা হচ্ছে।

কোরিয়ান এয়ার ও এশিয়ানা এয়ারলাইন্স: দক্ষিণ কোরিয়ার এই দুই এয়ারলাইন্স এ থ্রিএইটজিরো ব্যবহার করছে টোকিও, ব্যাংকক ও লস অ্যাঞ্জেলেস রুটে।

ইতিহাদ এয়ারলাইন্স: ইতিহাদ তাদের এ থ্রিএইটজিরো পুনরায় চালু করেছে লন্ডন রুটে, অনবোর্ড অ্যাপার্টমেন্ট ও শাওয়ার স্যুইটের কারণে এটি বিলাসবহুল ভ্রমণের প্রতীক।

বিশ্লেষকরা বলছেন, এ থ্রিএইটজিরোর পুনরায় উড্ডয়ন প্রমাণ করে যে দীর্ঘ দূরত্বের রুটে বড় বিমানের চাহিদা এখনো রয়েছে। বিশেষ করে প্রিমিয়াম ক্লাস যাত্রীদের জন্য এটি একটি অনন্য অভিজ্ঞতা।

তথ্যসূত্র: এভিয়েশন এটুজেড

Logo