
২০২৫ সালের জন্য বিশ্বের সবচেয়ে সুন্দর বিমানবন্দরের তালিকা প্রকাশ করেছে ইউনেস্কো ও ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব আর্কিটেক্টসের যৌথ উদ্যোগে আয়োজিত ‘প্রি ভেরসাই’ পুরস্কার কর্তৃপক্ষ। তালিকার শীর্ষে রয়েছে চীনের ইয়ানতাই পেংলাই আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ২।
এই টার্মিনালটি ১ লাখ ৬৭ হাজার বর্গমিটারজুড়ে বিস্তৃত এবং এর নকশায় রয়েছে সমুদ্রতটের সৌন্দর্যের প্রতিফলন। গ্লাসের তৈরি ডায়াগ্রিড গম্বুজ, প্রাকৃতিক আলো প্রবাহ এবং কাঠের জাহাজের আদলে নির্মিত অভ্যন্তরীণ কাঠামো এই টার্মিনালকে করেছে অনন্য। এটি ঐতিহাসিক মেরিটাইম সিল্ক রোডের প্রতি শ্রদ্ধা জানায়।
দ্বিতীয় স্থানে রয়েছে ফ্রান্সের মার্সেই প্রোভেন্স বিমানবন্দরের টার্মিনাল ১, যার ছাদ কাঠের বিমে তৈরি এবং ২২ মিটার উঁচু জানালাবিশিষ্ট হলটি ৭০ শতাংশ পুনর্ব্যবহৃত স্টিল দিয়ে নির্মিত। এটি মার্সেইয়ের ঐতিহ্যবাহী বোট হাউসের অনুকরণে তৈরি।
তৃতীয় স্থানে রয়েছে ফ্রান্সের রিইউনিয়ন দ্বীপের রোল্যান্ড গ্যারোস বিমানবন্দরের আগমন টার্মিনাল, যা বিশ্বের প্রথম বৃহৎ আকারের ‘ট্রপিকাল বায়োক্লাইমেটিক’ বিমানবন্দর হিসেবে স্বীকৃত।
চতুর্থ স্থানে রয়েছে জাপানের কানসাই আন্তর্জাতিক বিমানবন্দর, যা ওসাকা উপসাগরের কৃত্রিম দ্বীপে অবস্থিত এবং বিখ্যাত স্থপতি রেনজো পিয়ানো কর্তৃক ৩০ বছর আগে নির্মিত।
পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ড আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান টার্মিনাল এবং সান ফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ১।
এই তালিকা শুধু সৌন্দর্যের স্বীকৃতি নয়, বরং পরিবেশবান্ধব নকশা, সংস্কৃতির প্রতিফলন এবং যাত্রীবান্ধব অভিজ্ঞতার সম্মিলিত মূল্যায়ন। প্রি ভেরসাই পুরস্কার বিশ্বব্যাপী এভিয়েশন খাতের উৎকর্ষকে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত।
তথ্যসূত্র: এভিয়েশন এ টু জেড