Logo
×

Follow Us

বিশ্ব

স্পেনের বালেয়ারিক দ্বীপপুঞ্জে পূর্ব আফ্রিকান অভিবাসীর ঢল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ১২:০২

স্পেনের বালেয়ারিক দ্বীপপুঞ্জে পূর্ব আফ্রিকান অভিবাসীর ঢল

স্পেনের জনপ্রিয় পর্যটন অঞ্চল বালেয়ারিক দ্বীপপুঞ্জে অভিবাসীদের আগমন হঠাৎ বেড়ে গেছে, যার বড় অংশই পূর্ব আফ্রিকার দেশগুলো থেকে আসা। চলতি বছর দ্বীপপুঞ্জে রেকর্ডসংখ্যক অভিবাসী পৌঁছেছে, যা স্থানীয় প্রশাসন ও মানবাধিকার সংস্থাগুলোর মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের প্রথম সাত মাসে বালেয়ারিকে ১ হাজার ২০০ জনের বেশি অভিবাসী এসেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণ। এদের বেশির ভাগই ইথিওপিয়া, ইরিত্রিয়া ও সোমালিয়ার মতো দেশ থেকে আসা তরুণ পুরুষ, যারা যুদ্ধ, দারিদ্র্য ও রাজনৈতিক নিপীড়নের কারণে দেশ ছেড়েছেন।

এই অভিবাসীরা সাধারণত তিউনিশিয়া বা আলজেরিয়া থেকে ছোট নৌকায় যাত্রা শুরু করে, যা প্রায় ৩০০ কিলোমিটার দীর্ঘ বিপজ্জনক সমুদ্রপথ। অনেক সময় তারা পাচারকারীদের সহায়তায় যাত্রা করে, যারা প্রতিশ্রুতি দেয় ইউরোপে নিরাপদ ভবিষ্যতের।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, দ্বীপপুঞ্জে অভিবাসীদের জন্য পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র নেই। ফলে অনেকেই খোলা জায়গায় বা অস্থায়ী তাঁবুতে থাকতে বাধ্য হচ্ছেন। মানবাধিকার সংস্থাগুলো বলছে, এই পরিস্থিতি অভিবাসীদের জন্য অমানবিক এবং স্বাস্থ্যঝুঁকিপূর্ণ।

স্পেনের কোস্টগার্ড জানিয়েছে, তারা প্রায় প্রতিদিনই অভিবাসীবাহী নৌকা উদ্ধার করছে। কিছু নৌকা এতটাই দুর্বল ও অতিরিক্ত যাত্রীবোঝাই থাকে যে, মাঝপথেই ডুবে যাওয়ার আশঙ্কা থাকে। এ পর্যন্ত বেশ কয়েকজন নিখোঁজ হয়েছেন এবং কয়েকজনের মৃত্যু হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, বালেয়ারিক দ্বীপপুঞ্জে অভিবাসীদের আগমন বেড়ে যাওয়ার পেছনে দুটি কারণ রয়েছে- একদিকে আফ্রিকায় চলমান সংকট, অন্যদিকে ইউরোপের সীমান্তে কঠোর নিয়ন্ত্রণ, যা অভিবাসীদের বিকল্প রুট খুঁজতে বাধ্য করছে।

স্থানীয় বাসিন্দাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কেউ মানবিক সহায়তার আহ্বান জানাচ্ছেন, আবার কেউ উদ্বেগ প্রকাশ করছেন দ্বীপের নিরাপত্তা ও সম্পদের ওপর চাপ নিয়ে।

জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন অভিবাসন সংকট মোকাবিলায় আরো সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। তারা বলছে, নিরাপদ ও মানবিক অভিবাসন নীতি ছাড়া এই সংকটের সমাধান সম্ভব নয়।

তথ্যসূত্র: রয়টার্স

Logo