
ইতালির লাম্পেদুসা দ্বীপের কাছে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো বহু মানুষ নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ইতালির কোস্টগার্ড জানিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে ভূমধ্যসাগরের বিপজ্জনক রুটে, যেখানে অভিবাসীরা ইউরোপে পৌঁছানোর চেষ্টা করে।
নৌকাটি তিউনিশিয়া থেকে যাত্রা শুরু করেছিল এবং এতে আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের অভিবাসীরা ছিলেন। দুর্ঘটনার সময় নৌকাটি অতিরিক্ত যাত্রীবোঝাই ছিল এবং খারাপ আবহাওয়ার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়।
ইতালির কোস্টগার্ড ও উদ্ধারকারী সংস্থাগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তারা জানান, ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আরো অনেকে নিখোঁজ রয়েছেন। কিছু অভিবাসীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে, যাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
জাতিসংঘের শরণার্থী সংস্থা এই ঘটনার নিন্দা জানিয়ে বলেছে, “এই ধরনের দুর্ঘটনা প্রতিনিয়ত ঘটছে, যা অভিবাসন ব্যবস্থার দুর্বলতা ও মানবিক সংকটকে তুলে ধরে।”
ইতালির অভ্যন্তরীণ মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছর ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে শতাধিক অভিবাসীর মৃত্যু হয়েছে। লাম্পেদুসা দ্বীপটি ইউরোপে প্রবেশের অন্যতম প্রধান পথ হওয়ায় এখানে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে।
মানবাধিকার সংগঠনগুলো বলছে, নিরাপদ ও বৈধ অভিবাসন পথ না থাকায় মানুষ জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রপথে যাত্রা করছে। তারা ইউরোপীয় ইউনিয়নের কাছে আরো মানবিক ও কার্যকর অভিবাসন নীতির দাবি জানিয়েছে।
এই মর্মান্তিক ঘটনায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে। অভিবাসীদের জীবন রক্ষায় সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।
তথ্যসূত্র: রয়টার্স