Logo
×

Follow Us

বিশ্ব

রেমিট্যান্সে বিপ্লব: ওয়েস্টার্ন ইউনিয়নের নতুন পরিকল্পনা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ০৯:৪৫

রেমিট্যান্সে বিপ্লব: ওয়েস্টার্ন ইউনিয়নের নতুন পরিকল্পনা

বিশ্বখ্যাত রেমিট্যান্স প্রতিষ্ঠান ওয়েস্টার্ন ইউনিয়ন তাদের নিজস্ব ডলারভিত্তিক স্টেবলকয়েন চালুর পরিকল্পনা করছে। এই উদ্যোগ বাস্তবায়িত হলে প্রবাসীদের পাঠানো টাকা গন্তব্যে পৌঁছাতে আর দিন নয়, মাত্র কয়েক মিনিটই যথেষ্ট হবে।

বর্তমানে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে টাকা পাঠাতে ২-৩ দিন সময় লাগে। কারণ এটি ব্যাংক ও মধ্যস্থ সংস্থার মাধ্যমে চলে। নতুন স্টেবলকয়েন চালু হলে এই প্রক্রিয়া ব্লকচেইন প্রযুক্তির মাধ্যমে সরাসরি ও দ্রুত সম্পন্ন হবে, ফলে খরচ কমবে এবং টাকা পৌঁছাবে প্রায় তাৎক্ষণিকভাবে।

স্টেবলকয়েন হলো এমন এক ধরনের ক্রিপ্টোকারেন্সি, যা ডলার বা ইউরোর মতো স্থিতিশীল মুদ্রার সঙ্গে সংযুক্ত। এর ফলে সাধারণ ক্রিপ্টোকারেন্সির মতো দামের ওঠানামা হয় না এবং এটি দৈনন্দিন লেনদেনের জন্য উপযোগী।

ওয়েস্টার্ন ইউনিয়নের প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিন ম্যাকগ্রানাহান বলেন, “আমরা এমন একটি ডিজিটাল মুদ্রা চালুর কথা ভাবছি, যা অনেকটা সঞ্চয় হিসাবের মতো কাজ করবে। বিশেষ করে যেসব দেশে স্থানীয় মুদ্রার মূল্য হ্রাস পায়, সেখানে এটি নিরাপদ বিকল্প হতে পারে”।

বাংলাদেশসহ এশিয়া ও আফ্রিকার কোটি কোটি প্রবাসী প্রতিদিন রেমিট্যান্স পাঠান। ওয়েস্টার্ন ইউনিয়নের স্টেবলকয়েন চালু হলে তারা দ্রুত ও কম খরচে টাকা পাঠাতে পারবেন। এতে মধ্যস্থ সংস্থার ফি কমবে এবং পরিবারের হাতে আরো বেশি টাকা পৌঁছাবে।

ওয়েস্টার্ন ইউনিয়ন একমাত্র প্রতিষ্ঠান নয়। পেপাল ইতোমধ্যে তাদের নিজস্ব স্টেবলকয়েন চালু করেছে এবং মানিগ্রামও USDC গ্রহণ করছে। এই প্রতিযোগিতা রেমিট্যান্স খাতকে আরো আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে তুলছে।

সংস্থাটি জানিয়েছে, তারা নিজে স্টেবলকয়েন তৈরি না করে বরং কোনো প্রতিষ্ঠিত ক্রিপ্টো কোম্পানির সঙ্গে অংশীদারিত্বে এটি চালু করতে পারে। এতে তারা ঐতিহ্যবাহী ব্যাংকিং ও ডিজিটাল মুদ্রার মধ্যে সেতুবন্ধন গড়ে তুলবে।

যদি ওয়েস্টার্ন ইউনিয়নের স্টেবলকয়েন চালু হয়, এটি হবে প্রথম বড় রেমিট্যান্স কোম্পানি যার নিজস্ব ডিজিটাল মুদ্রা থাকবে। এর ফলে রেমিট্যান্স খাতে গতি, খরচ ও প্রবেশযোগ্যতায় এক নতুন যুগের সূচনা হতে পারে।

তথ্যসূত্র: গালফ নিউজ

Logo