Logo
×

Follow Us

বিশ্ব

ধেয়ে আসছে সুনামি; দেশে দেশে ভয়াবহ ভূমিকম্প

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ০৯:০১

ধেয়ে আসছে সুনামি; দেশে দেশে ভয়াবহ ভূমিকম্প

রাশিয়ায় শক্তিশালী ৮ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প এটি। পেট্রোপাভলভস্ক-কামচাটস্কির ১৩৬ কিলোমিটার (৮৪ মাইল) পূর্বে ভূমিকম্পটির কেন্দ্র শনাক্ত করা হয়েছে। ৩০ জুলাই ভোরে রাশিয়ার দূরপ্রাচ্যের কামচাটকা অঞ্চলে প্রায় চার মিটার উচ্চতার জলোচ্ছ্বাস দেখা যায়। আন্তর্জাতিক বিভিন্ন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ভূমিকম্প পরবর্তী তথ্য যাচাইয়ে কাজ করছে। 

এদিকে সুনামির প্রথম ঢেউ উত্তর জাপানের হোক্কাইডোতে আঘাত হেনেছে। এনএইচকে ওয়ার্ল্ড জাপানের মতে, ঢেউয়ের উচ্চতা ৩০ সেন্টিমিটার। সংবাদমাধ্যমটি জানিয়েছে, ঢেউ সম্ভবত অন্যান্য স্থানেও আঘাত করেছে।

৩০ জুলাই সকালে প্রথম সুনামির ঢেউ উত্তর জাপানের হোক্কাইডো প্রিফেকচারের হানাসাকি বন্দরে আঘাত হানার খবর পাওয়া গেছে। এগিয়ে আসছে ভয়াবহ ঢেউ। যা কিছু সময়ের মধ্যে আঘাত হানার শঙ্কা রয়েছে। রাশিয়ায় আঘাত হানা শক্তিশালী ৮ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের জেরে এ সুনামি এগিয়ে আসে। গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প এটি।

এছাড়া যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলীয় প্লেইনস এবং মিডওয়েস্ট অঞ্চলে সহিংস বজ্রঝড় প্রবাহিত হয়েছে, যা গাছ ভেঙে ফেলেছে, ভবন ক্ষতিগ্রস্ত করেছে এবং হাজার হাজার বাড়িঘরে বিদ্যুৎ বিচ্ছিন্ন করেছে। এই ঝড়টি পূর্ণ "ডেরেচো"–অর্থাৎ কয়েকশ মাইলজুড়ে প্রবাহিত তীব্র ও স্থায়ী ঝড় হিসেবে স্বীকৃতি না পেলেও তার ধ্বংসাত্মক প্রভাব ছিল সমান।

বাতাসের গতিবেগ ৯০ মাইল প্রতি ঘণ্টা ছাড়িয়ে গেছে। মিনেসোটা, আইওয়া এবং উইস্কনসিন– এই তিনটি অঙ্গরাজ্যে ১.৫ লাখের বেশি বাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে বিদ্যুৎ চলে গেছে, যার মধ্যে মিনেসোটাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

আবহাওয়াবিদরা পূর্বাভাস দিয়েছিলেন, এই ঝড় ডেরেচোতে রূপ নিতে পারে, যা ধারাবাহিকভাবে কয়েকশ মাইলজুড়ে বিধ্বংসী বাতাস সৃষ্টি করে। যদিও ঝড়ের শক্তি তার পূর্ণ সংজ্ঞা পূরণে ব্যর্থ হয় এর তীব্রতা আগের ডেরেচোগুলোর মতোই ছিল। 

তথ্যসূত্র: সিএনএন

Logo