Logo
×

Follow Us

বিশ্ব

নির্ধারিত সময়ে ফ্লাইট পরিচালনায় বিশ্বে প্রথম স্থান সৌদিয়ার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ১০:২১

নির্ধারিত সময়ে ফ্লাইট পরিচালনায় বিশ্বে প্রথম স্থান সৌদিয়ার

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন রুটে নির্ধারিত সময়ে ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে জুন ২০২৫ মাসে বিশ্বে শীর্ষস্থান অর্জন করেছে সৌদি আরবের জাতীয় এয়ারলাইন্স সৌদিয়া ও ফ্লাইডিল।

বিশ্বখ্যাত এভিয়েশন বিশ্লেষণ সংস্থা সিরিয়াম প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে জানা গেছে, গত জুন মাসে সৌদিয়া গ্রুপ মোট ১৬ হাজার ৭০০টিরও বেশি ফ্লাইট পরিচালনা করে, যার মধ্যে ৯১.৩৩ শতাংশ ফ্লাইট সময়মতো পৌঁছায় এবং ৯০.৬৯ শতাংশ সময়মতো ছাড়ে, যা বিশ্বের সব এয়ারলাইন্সের মধ্যে সর্বোচ্চ।

হজ, ঈদুল আজহা এবং গ্রীষ্মকালীন ছুটির ব্যস্ত মৌসুমে এই সাফল্য অর্জন সৌদিয়া ও ফ্লাইডিলের অপারেশনাল দক্ষতা ও যাত্রীসেবার প্রতি প্রতিশ্রুতির প্রতিফলন।

সৌদিয়ার মহাপরিচালক প্রকৌশলী ইব্রাহিম আল-ওমার বলেন, ‘এই অসাধারণ পারফরম্যান্সের পেছনে রয়েছে আমাদের প্রতিটি বিভাগ ও সহযোগী প্রতিষ্ঠানের নিখুঁত সমন্বয়।

এটি জাতীয় বিমান চলাচল কৌশলের লক্ষ্য অর্জনে আমাদের অঙ্গীকারেরই বহিঃপ্রকাশ।’

এটি ২০২৫ সালে সৌদিয়ার দ্বিতীয়বারের মতো বিশ্বে সময়ানুগ ফ্লাইট পরিচালনায় শীর্ষস্থান। এর আগে মার্চ ২০২৫ মাসেও একই ধরনের সাফল্য অর্জন করে তারা। 

এই সাফল্য বাংলাদেশের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ প্রতি বছর হাজার হাজার হজযাত্রী, পর্যটক, শ্রমিক ও ব্যবসায়ী সৌদিয়ার নির্ভরযোগ্য ফ্লাইট সেবার ওপর নির্ভর করেন।

তথ্যসূত্র: দৈনিক কালের কণ্ঠ

Logo