Logo
×

Follow Us

বিশ্ব

নো কান্ট্রি ফর মাইগ্রেন্টস

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ০৯:০১

নো কান্ট্রি ফর মাইগ্রেন্টস

একসময় অভিবাসনবান্ধব দেশগুলোও এখন অভিবাসীদের প্রতি শত্রুভাবাপন্ন হয়ে উঠছে। যুক্তরাজ্য, জার্মানি, কানাডা, অস্ট্রেলিয়া, এমনকি যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোতে জেনোফোবিয়া ও জাতীয়তাবাদী রাজনীতির উত্থান অভিবাসন নীতিকে কঠোর করে তুলছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ইলন মাস্ককে দক্ষিণ আফ্রিকায় ফেরত পাঠানোর হুমকি দিয়েছেন, যা অভিবাসন বিতর্ককে কেবল কথার মধ্যে সীমাবদ্ধ রাখেনি, বরং বাস্তব হুমকিতে রূপ দিয়েছে। যুক্তরাজ্যের প্রাক্তন প্রধানমন্ত্রী থেরেসা মে অভিবাসীদের “সিটিজেন অব নো হোয়ার” বলে অভিহিত করেন এবং “গো হোম” লেখা ভ্যান পাঠান অভিবাসী এলাকায়।

বৈশ্বিক বাস্তবতা:

- রাশিয়ায় জন্মগ্রহণকারী নোবেলজয়ী বিজ্ঞানী আন্দ্রে গেইমের নাগরিকত্ব বাতিল করা হয়েছে

- অভিবাসীদের “স্থানীয় চাকরি ছিনিয়ে নেওয়া” ও “জনসেবা দখল” করার অভিযোগ জনপ্রিয় হয়ে উঠেছে

- উচ্চবিত্ত ও পেশাদার শ্রেণিও এখন বিদেশে যাওয়ার জন্য মরিয়া, ফলে ইমিগ্রেশন কনসালট্যান্টদের ব্যবসা ফুলেফেঁপে উঠছে

ভারতীয় প্রেক্ষাপটে বিতর্ক:

সঞ্জয়া বারুর বই সেশেসন অব দ্য সাকসেসফুলে বলা হয়েছে, দেশে থেকে কাজ করা মেধাবীদের অবদানেই “নতুন ভারত” গড়ে উঠেছে। অন্যদিকে, অনেকে মনে করেন বৈশ্বিক ভারতীয় ডায়াসপোরা ভারতের সফট পাওয়ার ও রেমিট্যান্সে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

গবেষণায় দেখা গেছে, বিশ্বে অভিবাসনের স্বপ্ন এখন অনিশ্চয়তার মুখে এবং নীতিগত পরিবর্তন, জনমত ও রাজনৈতিক উত্তেজনা অভিবাসীদের জীবনকে আরো ঝুঁকিপূর্ণ করে তুলছে।

তথ্যসূত্র: ফার্স্ট পোস্ট

Logo