Logo
×

Follow Us

বাংলাদেশ

রাশিয়ার আয়োজনে বিশ্বের ২৫টি দেশে ইন্টারন্যাশনাল হাফ ম্যারাথন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২৫, ১৮:০৫

রাশিয়ার আয়োজনে বিশ্বের ২৫টি দেশে ইন্টারন্যাশনাল হাফ ম্যারাথন

বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে 'One Run International Half Marathon ২০২৫'

বিশ্বের ২৫টি দেশের সঙ্গে একযোগে আগামী ২৪ মে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে 'One Run International Half Marathon ২০২৫'। এই আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতায় বাংলাদেশ প্রথমবারের মতো অংশগ্রহণ করছে, যা দেশের ক্রীড়াঙ্গনে একটি নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। 

বাংলাদেশের অংশগ্রহণ

ঢাকার হাতিরঝিলে আয়োজিত এই ম্যারাথনে প্রায় ১ হাজার দৌড়বিদ অংশগ্রহণ করবেন। প্রতিযোগিতাটি বিভিন্ন বিভাগে বিভক্ত থাকবে:

২১.১ কিমি হাফ ম্যারাথন: ভোর ৪:০০টা

১০ কিমি দৌড়: সকাল ৫:০০টা

৫ কিমি দৌড়: সকাল ৫:৩০টা

১ কিমি শিশুদের দৌড়: সকাল ৬:০০টা

প্রতিযোগিতার রেস কিট সংগ্রহ করা যাবে ২৩ মে।

বৈশ্বিক অংশগ্রহণ

এই ইভেন্টটি বিশ্বের ২৫টি দেশে একযোগে অনুষ্ঠিত হবে, যেখানে ২ লাাখের বেশি দৌড়বিদ অংশগ্রহণ করবেন। এই উদ্যোগের মাধ্যমে বিশ্বজুড়ে শান্তি, ঐক্য ও বন্ধুত্বের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে।

আয়োজক ও সহযোগী প্রতিষ্ঠান

রাশিয়ার Hero League-এর সহযোগিতায় বাংলাদেশে এই ইভেন্টটি আয়োজন করছে গেইম প্লে লিমিটেড। আয়োজনের স্পন্সর হিসেবে রয়েছে ছুটি রিসোর্ট এবং সহযোগী প্রতিষ্ঠান হিসেবে রয়েছে Cosmos Group, Brothers Furniture, Green Heaven Cottage, Active Plus, Treat, United Healthcare, Dr Water, Jheel Maestria ও Swing by Pavilion।

ইভেন্টে অংশগ্রহণের জন্য নিবন্ধন করতে ভিজিট করুন: www.gameplayglobal.com 

তথ্যসূত্র: ঢাকাস্থ রাশিয়ান দূতাবাস

Logo