Logo
×

Follow Us

উত্তর আমেরিকা

যুক্তরাষ্ট্রে বসবাসের জন্য দুর্বল ৫টি রাজ্য

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ১০:১৪

যুক্তরাষ্ট্রে বসবাসের জন্য দুর্বল ৫টি রাজ্য

যুক্তরাষ্ট্রে বসবাসের মান নির্ধারণে স্বাস্থ্যসেবা, শিক্ষা, অবকাঠামো, অর্থনীতি ও অপরাধের হার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসব সূচকে পিছিয়ে থাকা কিছু রাজ্য বছরের পর বছর ধরে নাগরিক জীবনযাত্রাকে কঠিন করে তুলছে। ২০২৫ সালের সাম্প্রতিক প্রতিবেদনের আলোকে দেখা যাচ্ছে, লুইজিয়ানা, ওকলাহোমা, মিসিসিপি, আরকানসাস ও আলাস্কা বর্তমানে বসবাসের জন্য যুক্তরাষ্ট্রের সবচেয়ে কঠিন রাজ্যগুলোর মধ্যে রয়েছে।

লুইজিয়ানা দীর্ঘদিন ধরেই দেশের মধ্যে সবচেয়ে নিম্নমানের স্বাস্থ্যসেবা ও শিক্ষা ব্যবস্থার অধিকারী। রাজ্যটিতে সহিংস অপরাধের হার অত্যন্ত বেশি এবং দারিদ্র্যসীমার নিচে বসবাসরত মানুষের সংখ্যা প্রায় ২০ শতাংশ। তদুপরি, অবকাঠামোর অবনতি এবং জলবায়ুগত দুর্যোগের ঝুঁকি জীবনযাত্রাকে আরো কঠিন করে তোলে।

ওকলাহামা স্বাস্থ্যের ক্ষেত্রে সবচেয়ে পিছিয়ে থাকা রাজ্যগুলোর একটি। প্রাপ্তবয়স্কদের একটি বড় অংশের স্বাস্থ্য বীমা নেই এবং জনসংখ্যার মধ্যে স্থূলতা, হৃদরোগের হার অনেক বেশি। শিক্ষার মান তুলনামূলকভাবে দুর্বল এবং রাজ্যটিতে সহিংস অপরাধের হার আশঙ্কাজনক হারে বেশি।

মিসিসিপি যুক্তরাষ্ট্রের সবচেয়ে দরিদ্র রাজ্যগুলোর একটি হিসেবে পরিচিত। এখানে উচ্চ দারিদ্র্যের হার, শিশু মৃত্যুর হার এবং দুর্বল স্বাস্থ্যসেবা নাগরিকদের জীবনের মান অনেকখানি কমিয়ে দেয়। শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নেও রাজ্যটি পিছিয়ে আছে।

আরকানসাসে স্বাস্থ্যসেবার মান অত্যন্ত দুর্বল, যার ফলে উচ্চ তামাক ব্যবহার, হৃদরোগ এবং স্থূলতার হার লক্ষ্য করা যায়। শিক্ষার মান এবং অর্থনৈতিক সুযোগ-সুবিধা অপর্যাপ্ত হওয়ায় অনেক তরুণ এখান থেকে অন্যত্র চলে যাচ্ছে। অপরাধের হারও তুলনামূলকভাবে বেশি।

আলাস্কা যদিও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত, তবে এখানে জীবনযাত্রার খরচ অত্যন্ত বেশি। স্বাস্থ্যসেবা সীমিত এবং অনেক দূরবর্তী এলাকায় তা কার্যকরভাবে পৌঁছে না। উপরন্তু, সহিংস অপরাধের হারও যুক্তরাষ্ট্রের গড়ের তুলনায় বেশি।

এসব রাজ্যে নাগরিক সুবিধার সীমাবদ্ধতা এবং জীবনযাত্রার ব্যয় যুক্তরাষ্ট্রের অন্যান্য অঞ্চলের তুলনায় বসবাসকে অনেক বেশি চ্যালেঞ্জিং করে তুলেছে।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

Logo