Logo
×

Follow Us

ইউরোপ

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয় বাংলাদেশি শিক্ষার্থী নিতে আগ্রহী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ০০:৫৪

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয় বাংলাদেশি শিক্ষার্থী নিতে আগ্রহী

যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব পোর্টসমাউথ বাংলাদেশি শিক্ষার্থী গ্রহণ এবং দ্বিপক্ষীয় শিক্ষা সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে। সম্প্রতি বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম বিশ্ববিদ্যালয়টি সফর করেন। তার সফরের মূল উদ্দেশ্য ছিল ট্রান্সন্যাশনাল এডুকেশন খাতে উচ্চ শিক্ষা ও প্রশিক্ষণ সহযোগিতার সুযোগ খতিয়ে দেখা।  

সফরকালে তিনি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক গ্রাহাম গ্যালব্রেইথ, ডেপুটি ভাইস-চ্যান্সেলর (গ্লোবাল এনগেজমেন্ট অ্যান্ড স্টুডেন্ট লাইফ) ক্রিস চ্যাং এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য কোর্স, স্কলারশিপ এবং সহায়তার সুযোগ বৃদ্ধি নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষই দ্বিপক্ষীয় শিক্ষাগত সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করে।  

হাইকমিশনার আবিদা ইসলাম সফরের পাশাপাশি স্থানীয় সিটি কাউন্সিলের প্রতিনিধি ও বাংলাদেশি কমিউনিটির সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ এবং সাংস্কৃতিক সহযোগিতা নিয়েও আলোচনা করেন। তিনি বলেন, বাংলাদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণ শুধু শিক্ষা ক্ষেত্রে নয়, বরং ব্রিটিশ-বাংলাদেশি সম্প্রদায়ের সামাজিক ও সাংস্কৃতিক সম্পর্ককেও আরো দৃঢ় করবে।  

ইউনিভার্সিটির অধ্যাপক ড. পিটার টমসন বলেন, তারা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আরো সুযোগ সৃষ্টি করতে আগ্রহী। তার মতে, বাংলাদেশের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বৈচিত্র্যময় শিক্ষা পরিবেশকে সমৃদ্ধ করবে।  

তবে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এটি কেবল আগ্রহ প্রকাশ মাত্র। আনুষ্ঠানিক ভর্তির সংখ্যা বা নীতি এখনো চূড়ান্ত হয়নি।

Logo