Logo
×

Follow Us

ইউরোপ

আয়ারল্যান্ডে অভিবাসীদের স্বেচ্ছা প্রত্যাবাসন বেড়েছে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৬, ১০:০৯

আয়ারল্যান্ডে অভিবাসীদের স্বেচ্ছা প্রত্যাবাসন বেড়েছে

ইউরোপের দেশ আয়ারল্যান্ডে গত বছর আশ্রয়প্রার্থীদের স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যাওয়ার প্রবণতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিচার বিভাগীয় মন্ত্রণালয়ের প্রাথমিক তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ১ হাজার ৬০০ জনেরও বেশি আশ্রয়প্রার্থী স্বেচ্ছাপ্রত্যাবাসনের পথ বেছে নিয়েছেন। ইনফো মাইগ্রেশনের প্রতিবেদন বলছে, এ সংখ্যা ২০২৪ সালের তুলনায় প্রায় ৭২ শতাংশ বেশি।  

২০২৪ সালে মোট ৯৩৪ জন আশ্রয়প্রার্থী স্বেচ্ছায় আয়ারল্যান্ড ছেড়েছিলেন। ২০২৫ সালে সংখ্যাটি বেড়ে মাসভিত্তিক গড়ে একশর বেশি মানুষ দেশে ফিরে গেছেন। মে ও জুলাই মাসে সবচেয়ে বেশি প্রত্যাবাসন হয়েছে। সেপ্টেম্বরে সরকার আর্থিক প্রণোদনা বাড়ালেও প্রত্যাবাসনের হারে বড় পরিবর্তন দেখা যায়নি। সেপ্টেম্বরে ১০০ জন, অক্টোবরে ১৫৪ জন এবং নভেম্বরে ১২৫ জন আশ্রয়প্রার্থী দেশে ফেরত গেছেন।  

বিচারমন্ত্রী জিম ও’ক্যালাহান গত সেপ্টেম্বরে সীমিত সময়ের জন্য অতিরিক্ত আর্থিক সহায়তার ঘোষণা দেন। নতুন নিয়মে আশ্রয় আবেদন গ্রহণের আগেই স্বেচ্ছায় ফেরার সিদ্ধান্ত নিলে ব্যক্তি প্রতি সর্বোচ্চ ২ হাজার ৫০০ ইউরো এবং পরিবার প্রতি ১০ হাজার ইউরো পর্যন্ত সহায়তা দেওয়া হয়েছে। আবেদন নাকচ হওয়ার পর আপিল না করে ফেরত গেলে একই সহায়তা প্রযোজ্য ছিল। তবে আপিল চলাকালীন সময়ে ফেরত গেলে ব্যক্তি প্রতি ১ হাজার ৫০০ ইউরো এবং পরিবার প্রতি সর্বোচ্চ ৬ হাজার ইউরো দেওয়া হয়েছে। আর আপিল শেষে আবেদন নাকচ হলেও বহিষ্কার প্রক্রিয়া শুরু হওয়ার আগে ফেরত গেলে ব্যক্তি প্রতি ১,৫০০ ইউরো এবং পরিবার প্রতি সর্বোচ্চ ৩ হাজার ইউরো সহায়তা দেওয়া হয়েছে।  

২০২৫ সালের প্রথম পাঁচ মাসেই বিচার বিভাগীয় মন্ত্রণালয় পুনঃএকত্রীকরণ সহায়তা হিসেবে প্রায় ২ লাখ ৬২ হাজার ৫০০ ইউরো ব্যয় করেছে, যা ২০২৪ সালের পুরো বছরের ব্যয়ের (প্রায় ২ লাখ ৮ হাজার ইউরো) চেয়েও বেশি। ২০২৫ সালে পরিবারভিত্তিক সহায়তায় ব্যয় হয়েছে এক-তৃতীয়াংশের বেশি, যেখানে ২০২৪ সালে এ খাতে ব্যয় ছিল মাত্র এক-পঞ্চমাংশ।  

২০২৫ সালে নতুন আশ্রয় আবেদনকারীর সংখ্যাও কমেছে। বছরের প্রথম ১১ মাসে প্রায় ১২ হাজারের কম মানুষ আশ্রয়ের আবেদন করেছেন। ২০২৪ সালে এই সংখ্যা ছিল ১৮ হাজার ৬৫১, যা ছিল রেকর্ড। বিশেষজ্ঞরা বলছেন, সরকারের নিরুৎসাহমূলক নীতি ও স্বেচ্ছাপ্রত্যাবাসনে জোর দেওয়ার প্রভাব পড়তে পারে। তবে সম্ভাব্য অভিবাসীদের কাছে এসব নীতির তথ্য খুব কমই পৌঁছায়।  

আয়ারল্যান্ডে আশ্রয়প্রার্থীদের থাকার ব্যবস্থা করাও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত তিন শতাধিক আবাসন কেন্দ্রে প্রায় ৩৩ হাজার আশ্রয়প্রার্থী অবস্থান করছিলেন। সরকারের হিসাবে, একজন আশ্রয়প্রার্থীর আবেদন প্রক্রিয়ায় গড়ে ১ লাখ ২২ হাজার ইউরো ব্যয় হয়। এর মধ্যে আবাসন, খাদ্য, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও ভাতা অন্তর্ভুক্ত থাকলেও আপিলসংক্রান্ত আইনি খরচ ধরা হয়নি। 

Logo