Logo
×

Follow Us

ইউরোপ

যুক্তরাজ্যের জনসংখ্যা সংকট: ভরসা অভিবাসন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৬, ০৯:৪০

যুক্তরাজ্যের জনসংখ্যা সংকট: ভরসা অভিবাসন

যুক্তরাজ্যের জনসংখ্যার ইতিহাসে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে প্রভাবশালী গবেষণা সংস্থা রেজোলিউশন ফাউন্ডেশন। সংস্থাটির সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সাল থেকে দেশটিতে জন্মহারের চেয়ে মৃত্যুহার বেশি হবে। অর্থাৎ চলতি বছর থেকেই জনসংখ্যা বৃদ্ধি পুরোপুরি আন্তর্জাতিক অভিবাসনের ওপর নির্ভরশীল হয়ে পড়বে।  

বার্ষিক অর্থনৈতিক প্রতিবেদনে বলা হয়েছে, এটি একটি স্থায়ী পরিবর্তন, যা বিশ শতকের শুরু থেকে চলে আসা জনমিতিক ধারার অবসান ঘটাবে। যদিও কোভিড-১৯ মহামারির সময় ২০২০ সালে এবং আবার ২০২৩ সালে জন্মহারের চেয়ে মৃত্যু বেশি হয়েছিল, তবে পরবর্তী দুই বছরে জনসংখ্যা সামান্য বেড়েছিল। ২০২৬ সালের পর আর সেই সুযোগ থাকবে না।  

প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে এমন সময়ে, যখন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার অভিবাসন প্রশ্নে রাজনৈতিক চাপের মুখে রয়েছেন। বিরোধী রাজনীতিক নাইজেল ফারাজের অভিবাসনবিরোধী বক্তব্য জনমত জরিপে প্রভাব ফেলছে। সরকার অভিবাসন কমানোর প্রতিশ্রুতি দিলেও এতে অর্থনৈতিক স্থবিরতা কাটানোর লক্ষ্যে ঝুঁকি তৈরি হতে পারে বলে বিশ্লেষকরা আশঙ্কা করছেন।  

রেজোলিউশন ফাউন্ডেশনের গবেষণা পরিচালক গ্রেগ থোয়াইটস বলেন, জনসংখ্যা হ্রাসের বাস্তবতা অভিবাসন নিয়ে বিতর্কের দৃষ্টিভঙ্গি বদলাতে পারে। সংস্থাটির প্রধান নির্বাহী রুথ কার্টিস জানান, বয়স্ক জনসংখ্যা বাড়তে থাকায় ভবিষ্যতে জনসেবা ও কর ব্যবস্থা টিকিয়ে রাখতে অভিবাসনের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। 

প্রতিবেদনে আরো বলা হয়েছে, ২০২৬ সালে বেকারত্ব বাড়ার আশঙ্কা রয়েছে। জনসংখ্যা সংকট ও শ্রমবাজারে চাপ মোকাবিলায় অভিবাসনই হতে পারে যুক্তরাজ্যের প্রধান ভরসা। 

Logo