Logo
×

Follow Us

ইউরোপ

৯০ হাজার বিদেশি কর্মী নিয়োগ রোমানিয়ায়

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৬, ১০:০০

৯০ হাজার বিদেশি কর্মী নিয়োগ রোমানিয়ায়

পূর্ব ইউরোপের শ্রমবাজারে কাজ করতে আগ্রহীদের জন্য আশাব্যঞ্জক খবর দিয়েছে রোমানিয়া। দেশটির সরকার ২০২৬ সালের জন্য ৯০ হাজার বিদেশি দক্ষ ও অদক্ষ কর্মী নিয়োগের কোটা অনুমোদন করেছে। একই সঙ্গে ভিসা প্রক্রিয়াও আগের তুলনায় সহজ করা হয়েছে, যা বাংলাদেশের মতো শ্রমবাজার নির্ভর দেশগুলোর জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। দৈনিক জনকণ্ঠ এই সংবাদটি প্রকাশ করেছে।

রোমানিয়া সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী

- কুরিয়ার খাতে প্রয়োজন ২৬,২৭৫ জন  

- পণ্য পরিবহন ও হ্যান্ডলিং ২০,৯১২ জন  

- ভবন ভাঙা, গাঁথুনি, টাইলস ও পারকেট শ্রমিক ২০,৪৮৪ জন  

- নির্মাণ খাত ১৭,৭৯৯ জন  

- বাণিজ্যিক খাত ১৬,২৪৬ জন  

- কার ও ভ্যানচালক ১২,২৩৭ জন  

- রাঁধুনির সহকারী ১২,০৭৭ জন  

- সড়কপথে পণ্যবাহী যানচালক ১১,১৩৫ জন  

- নির্মাণকাজে ভাঙা ও কাটার শ্রমিক ১০,৮৭৮ জন  

- নিরাপত্তাকর্মী ১০,৪৩৮ জন  

রোমানিয়ার ইমিগ্রেশন অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত বিদেশি কর্মীদের জন্য ৮৩ হাজার ৯১৪টি কর্মসংস্থান পারমিট ইস্যু করা হয়েছে। একই সময়ে আরও ৭ হাজার ৪১৮টি আবেদন প্রক্রিয়াধীন ছিল। ২০২৪ সালে এই সংখ্যা ছিল ১ লাখ ৫ হাজার ৯৭৭।  

এছাড়া ২০২৫ সালে কর্মসংস্থানের উদ্দেশ্যে ৬১ হাজার ৯৫৪টি অস্থায়ী বসবাসের অনুমতি দেওয়া হয়েছে। একই সময়ে ৪২,৫৪৪টি কর্মভিসা ইস্যু করা হয়, তবে প্রায় ৯ হাজার ৮৫১টি আবেদন প্রত্যাখ্যাত হয়।  

বিশেষজ্ঞরা মনে করছেন, সহজতর ভিসা প্রক্রিয়া ও বড় নিয়োগ কোটা বাংলাদেশের কর্মীদের জন্য রোমানিয়ার শ্রমবাজারে নতুন করে সুযোগ তৈরি করবে। দক্ষ ও অদক্ষ উভয় ধরনের শ্রমিকের জন্য এই বাজারে প্রবেশের সম্ভাবনা বাড়ছে। 

Logo