Logo
×

Follow Us

ইউরোপ

ফ্রান্সের ল্যুভর জাদুঘরে টিকিটের মূল্য বাড়ছে ৪৫%

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৬, ০৮:১৭

ফ্রান্সের ল্যুভর জাদুঘরে টিকিটের মূল্য বাড়ছে ৪৫%

প্যারিসের বিশ্বখ্যাত ল্যুভর জাদুঘরে প্রবেশমূল্য উল্লেখযোগ্যভাবে বাড়ছে। ইউরোপের বাইরের দর্শনার্থীদের জন্য টিকিটের দাম আগামী বছরের ১৪ জানুয়ারি থেকে ৪৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা হবে। কর্তৃপক্ষ জানিয়েছে, জাদুঘরের অবকাঠামো উন্নয়ন ও নিরাপত্তা জোরদার করতে অতিরিক্ত আয়ের প্রয়োজন হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

নতুন মূল্য কাঠামো  

- ব্যক্তিগত পর্যটক (ইইএ–এর বাইরের): ৩২ ইউরো (৩৭ ডলার)  

- গাইডেড গ্রুপের সদস্য: ২৮ ইউরো (৩২.৪০ ডলার)

কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, নতুন এই মূল্য কাঠামো থেকে বছরে ১৫ থেকে ২০ মিলিয়ন ইউরো অতিরিক্ত আয় হবে। এই অর্থ ব্যয় করা হবে জাদুঘরের আধুনিকায়ন, কাঠামোগত সমস্যা সমাধান এবং নিরাপত্তা আরো শক্তিশালী করতে।

১২শ শতাব্দীতে নির্মিত ল্যুভর প্যালেস একসময় ফরাসি রাজাদের সরকারি আবাসস্থল ছিল। লুই চতুর্দশ তার দরবার ভার্সাইয়ে সরিয়ে নেওয়ার পর ১৭৯৩ সালে ল্যুভর জাদুঘর প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এটি বিশ্বের সবচেয়ে বেশি পরিদর্শিত জাদুঘর। গত বছর এখানে ৮.৭ মিলিয়ন দর্শনার্থী এসেছিলেন, তাদের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিক ছিল ১৩ শতাংশ, যা ফরাসিদের পর দ্বিতীয় সর্বাধিক।  

প্রতিদিন হাজারো দর্শনার্থীর ভিড়ে শতাব্দী-প্রাচীন ভবনটির ওপর চাপ বেড়েছে। নিরাপত্তা ব্যবস্থার ঘাটতিও রয়েছে। গত ১৯ অক্টোবর দিনের বেলা চারজন ডাকাত জাদুঘর থেকে মূল্যবান ঐতিহাসিক গহনা চুরি করে নিয়ে যায়।  

৬ নভেম্বর প্রকাশিত ফরাসি আদালতের প্রতিবেদনে বলা হয়, ল্যুভর কর্তৃপক্ষ জনপ্রিয় প্রদর্শনী তৈরিতে বেশি মনোযোগ দিলেও নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। আদালতের সভাপতি পিয়ের মসকোভিসি এই ঘটনাকে আখ্যা দেন “সতর্ক সংকেত” হিসেবে।  

ফরাসি সংস্কৃতিমন্ত্রী রাশিদা দাতি এ বছরের শুরুতেই টিকিট মূল্য বৃদ্ধির ঘোষণা দিয়েছিলেন। শুধু ল্যুভর নয়, একই ধরনের মূল্যবৃদ্ধি কার্যকর হবে অন্যান্য জনপ্রিয় আকর্ষণেও। যেমন- প্যালেস অব ভার্সাই, সেন্ট শ্যাপেল এবং লোয়ার ভ্যালির শাতো দো শঁবোর্দ।

Logo