Logo
×

Follow Us

ইউরোপ

অবসরজীবন কাটাতে গ্রিসে ভিসা সুবিধা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, ১২:৪৫

অবসরজীবন কাটাতে গ্রিসে ভিসা সুবিধা

গ্রিসে অবসরপ্রাপ্ত বিদেশিদের জন্য বিশেষ সুযোগ তৈরি করেছে দেশটির সরকার। Financially Independent Person (FIP) Visa–এর মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের বাইরের নাগরিকরা, বিশেষ করে ভারতীয় ও অন্যান্য দেশের অবসরপ্রাপ্তরা গ্রিসে দীর্ঘমেয়াদি বসবাস করতে পারবেন। এই ভিসা মূলত তাদের জন্য, যারা কর্মসংস্থান ছাড়াই নিজেদের আর্থিক সামর্থ্যের ভিত্তিতে জীবনযাপন করতে সক্ষম।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন বলছে, এই ভিসায় আবেদন করতে হলে মাসিক কমপক্ষে ৩ হাজার ৫০০ ইউরো প্যাসিভ আয় থাকতে হবে অথবা কমপক্ষে ৮৪ হাজার ইউরো সঞ্চয় দেখাতে হবে। আয় আসতে পারে পেনশন, ভাড়া, ডিভিডেন্ড বা বিনিয়োগ থেকে। আবেদনকারীর ক্লিন ক্রিমিনাল রেকর্ড, স্বাস্থ্যবীমা এবং গ্রিসে থাকার জায়গার প্রমাণ থাকতে হবে। পরিবার অন্তর্ভুক্ত হলে আয়সীমা বাড়বে স্ত্রী বা স্বামীর জন্য ২০ শতাংশ এবং প্রত্যেক সন্তানের জন্য ১৫ শতাংশ অতিরিক্ত।

প্রথমে তিন বছরের রেসিডেন্স পারমিট দেওয়া হয়। বছরে অন্তত ১৮৩ দিন গ্রিসে থাকতে হবে। শর্ত পূরণ করলে ভিসা নবায়নযোগ্য। পাঁচ বছর বসবাসের পর স্থায়ী রেসিডেন্সি এবং সাত বছর পর নাগরিকত্বের আবেদন করা যায়। ফলে অবসরপ্রাপ্তরা চাইলে দীর্ঘমেয়াদে গ্রিসে স্থায়ীভাবে বসবাস করতে পারবেন।

এই ভিসাধারীরা সেনজেন এলাকায় ভিসামুক্ত ভ্রমণ করতে পারবেন। গ্রিসের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় প্রবেশাধিকার পাবেন এবং পরিবারকে সঙ্গে আনার সুযোগ থাকবে। সবচেয়ে বড় সুবিধা হলো বিদেশি পেনশনে মাত্র ৭ শতাংশ কর দিতে হবে, যদি তারা গ্রিসে ট্যাক্স রেসিডেন্ট হন। এছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ইতালি প্রভৃতি দেশের সঙ্গে দ্বৈত কর চুক্তি কার্যকর থাকায় দ্বৈত করের ঝুঁকি নেই।

ভিসা আবেদন ফি ৭৫ ইউরো। সরকারি চার্জ হিসেবে ১ হাজার ইউরো স্ট্যাম্প ডিউটি এবং ১৬ ইউরো রেসিডেন্স কার্ড ফি দিতে হয়। এর বাইরে ডকুমেন্ট অনুবাদ, স্বাস্থ্যবীমা এবং আইনি সহায়তার জন্য অতিরিক্ত খরচ হতে পারে।

গ্রিসে জীবনযাত্রার খরচ তুলনামূলকভাবে কম। ভূমধ্যসাগরীয় জীবনধারা, সুন্দর আবহাওয়া এবং কর সুবিধার কারণে এটি অবসরপ্রাপ্তদের জন্য জনপ্রিয় গন্তব্য হয়ে উঠছে। ইউরোপের অন্যান্য দেশের তুলনায় গ্রিসে বসবাস ব্যয় সাশ্রয়ী, একই সঙ্গে সাংস্কৃতিক বৈচিত্র্য ও ঐতিহাসিক গুরুত্বও রয়েছে।

Logo