ইউরোপ অভিবাসনের খবর
অবৈধপথে স্পেনযাত্রা, তিন হাজার অভিবাসীর মৃত্যু
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫, ১৫:৫৪
২০২৫ সালে সমুদ্রপথে স্পেনে পৌঁছানোর চেষ্টায় তিন হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশী মারা গেছেন৷ যদিও মৃত্যুর এ সংখ্যাটি ২০২৪ সালের তুলনায় কম। ২৯ ডিসেম্বর স্প্যানিশ বেসরকারি সংস্থা কামিনান্দো ফ্রন্তেরাস এ তথ্য জানিয়েছে৷
কঠোর সীমান্ত নিয়ন্ত্রণের কারণে এই বছর স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের অভিবাসী আগমন অনেকটা কমে এসেছে৷ আর এই কারণেই ইউরোপমুখী অভিবাসনপ্রত্যাশীরা আরো ঝুঁকিপূর্ণ পথ বেছে নিতে বাধ্য হয়েছেন বলে মনে করছেন বেসরকারি সংস্থাটির কর্মীরা৷
২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত মোট তিন হাজার ৯০ জন অভিবাসনপ্রত্যাশী সাগরে ডুবে মারা গেছেন৷ সাগরে প্রাণ হারানো এসব অভিবসানপ্রত্যাশীর মধ্যে ১৯২ জন ছিলেন নারী এবং শিশুর সংখ্যা ৪৩৭৷ অবশ্য ২০২৪ সালে সাগর পাড়ি দিতে গিয়ে প্রাণ হারিয়েছেন বা নিখোঁজ হয়েছেন ১০ হাজার ৪৫৭ জন৷
এই বছর মৃত্যুর সংখ্যা কমে গেলেও নৌকাডুবির সংখ্যা বেড়ে হয়েছে ৩০৩৷ এর মধ্যে ৭০টি নৌকাডুবির ঘটনায় কোনো চিহ্ন পাওয়া যায়নি৷ চলতি বছর মারা যাওয়া ৩ হাজার ৯০ জন অভিবাসনপ্রত্যাশীর মধ্যে ৩০টি দেশের নাগরিকরা ছিলেন৷ তাদের বেশির ভাগই পশ্চিম ও উত্তর আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক৷ এর বাইরে পাকিস্তান, সিরিয়া, ইয়েমেন, সুদান, ইরাক এবং মিসরের নাগরিকরাও রয়েছেন এই তালিকায়৷
logo-1-1740906910.png)