Logo
×

Follow Us

ইউরোপ

ইতালির গোল্ডেন ভিসার সুযোগ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৯

ইতালির গোল্ডেন ভিসার সুযোগ

ইতালি সম্প্রতি তাদের গোল্ডেন ভিসা প্রোগ্রামকে আরো আকর্ষণীয় করে তুলেছে, যা বিদেশি বিনিয়োগকারীদের জন্য সেনজেন অঞ্চলে দীর্ঘমেয়াদি আবাসনের সুযোগ তৈরি করছে। ইকোনমিক টাইমস জানিয়েছে, এই ভিসার মাধ্যমে বিনিয়োগকারীরা শুধু ইতালিতেই নয়, বরং পুরো সেনজেন এলাকায় সহজে বসবাস ও ভ্রমণ করতে পারবেন।  

- বিদেশি বিনিয়োগকারীরা ইতালিতে দীর্ঘমেয়াদি আবাসনের অনুমতি পাবেন।  

- সেনজেন অঞ্চলের ২৭টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ ও বসবাসের সুযোগ তৈরি হবে।  

- পরিবার সদস্যদেরও আবাসনের সুযোগ দেওয়া হবে।  

ইতালির গোল্ডেন ভিসা পেতে বিনিয়োগকারীদের নির্দিষ্ট পরিমাণ অর্থনৈতিক অবদান রাখতে হবে। এর মধ্যে রয়েছে:  

- ইতালির সরকারি বন্ডে বিনিয়োগ  

- স্থানীয় কোম্পানিতে বিনিয়োগ  

- উদ্ভাবনী স্টার্টআপে অর্থায়ন  

- ইতালিতে দাতব্য বা সামাজিক প্রকল্পে অবদান  

গোল্ডেন ভিসা পাওয়া বিনিয়োগকারীরা প্রথমে আবাসনের অনুমতি পাবেন। নির্দিষ্ট সময় পর তারা স্থায়ী আবাসনের জন্য আবেদন করতে পারবেন। দীর্ঘমেয়াদে নাগরিকত্বের পথও উন্মুক্ত থাকবে।  

বিশ্লেষকদের মতে, ইতালির এই উদ্যোগ বিদেশি বিনিয়োগ আকর্ষণ করার পাশাপাশি দেশটির অর্থনীতি ও কর্মসংস্থান বাড়াতে সহায়তা করবে। একই সঙ্গে প্রবাসী বিনিয়োগকারীদের জন্য ইউরোপে বসবাস ও ব্যবসার নতুন সুযোগ তৈরি করবে। 

Logo