Logo
×

Follow Us

ইউরোপ

ইউরোপ অভিবাসনের খবর

ভূমধ্যসাগরে যুদ্ধজাহাজ, তবুও থামানো যাচ্ছে না অভিবাসীদের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ১৯:০৪

ভূমধ্যসাগরে যুদ্ধজাহাজ, তবুও থামানো যাচ্ছে না অভিবাসীদের

ইউরোপের কঠোর অভিবাসন নীতি, ভূমধ্যসাগরে যুদ্ধজাহাজের কড়া পাহারা, বেপরোয়া পুশব্যাক অভিযানের পরও ইউরোপমুখী মানুষের ঢল থামানো যাচ্ছে না। ইনফো মাইগ্রেন্টস বাংলার খবরে বলা হয়েছে, ২০২৫ সালের শুরু থেকে ডিসেম্বর পর্যন্ত ১৮ হাজার মানুষ অবৈধ ও বিপজ্জনক নৌপথে গ্রিসের ক্রিট ও গাভদোস দ্বীপে পৌঁছায়। এই সংখ্যা ২০২৪ সালের তুলনায় ২০০ শতাংশ বেশি। গত ২৬ ডিসেম্বরেও মাছ ধরার নৌকা থেকে ৫৩৯ অভিবাসীকে উদ্ধার করা হয়, যারা গ্রিস হয়ে ইউরোপে ঢোকার চেষ্টা চালাচ্ছিলেন। এদের মধ্যে আছেন বাংলাদেশিরাও। অভিবাসীদের চাপ এতটাই বেড়েছে, মাত্র তিন দিনে প্রায় ৯০০ জন অভিবাসী এই দুই দ্বীপে পৌঁছান।

এমন পরিস্থিতিতে জুলাই থেকে লিবিয়ার জলসীমার কাছে তিনটি যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে। লিবিয়ার সঙ্গে চুক্তির মাধ্যমে সমুদ্রে অভিবাসীদের আটক ও ফেরত পাঠানো হচ্ছে। কিন্তু যতই ভয়ভীতি দেখানো হোক না কেন, ইউরোপে যেতে ইচ্ছুক বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অভিবাসীদের স্রোত তবু থামছে না।

পরিসংখ্যান বলছে, এ বছর জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ২২ হাজার বিভিন্ন দেশের অভিবাসীকে লিবিয়া থেকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে বাংলাদেশি ১৪০০ জন। গত ২৪ ডিসেম্বরও লিবিয়ার বাংলাদেশ দূতাবাস ৩৪৫ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে। যদিও লিবিয়ায় এখনো কত বাংলাদেশি বন্দি বা দালালের খপ্পরে আছে, তা জানা যাচ্ছে না। 

যদিও বিপজ্জনক পথে যাত্রা করা এসব অভিবাসীকে কড়া বার্তা দিয়ে রেখেছে গ্রিস। সবাইকে হয় তাদের নিজ নিজ দেশে ফিরতে হবে, না হয় যেতে হবে কারাগারে। 

Logo