Logo
×

Follow Us

ইউরোপ

ইউরোপ অভিবাসনের খবর

ইংলিশ চ্যানেল পেরিয়ে যুক্তরাজ্যে ৪০ হাজার অভিবাসী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ১৬:৩৪

ইংলিশ চ্যানেল পেরিয়ে যুক্তরাজ্যে ৪০ হাজার অভিবাসী

চলতি বছর ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছানো অনিয়মিত অভিবাসীর সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে। সাগর পেরিয়ে অবৈধ অভিবাসীরা ব্রিটেন পৌঁছালেও তাদের জন্য সুখবর নেই দেশটিতে। 

ইংলিশ চ্যানেল হয়ে অনিয়মিত অভিবাসন ঠেকাতে প্রবল চাপের মুখে রয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এই প্রবণতা কমাতেই গত মাসে তার সরকার একটি কঠোর অভিবাসনবিরোধী পরিকল্পনা ঘোষণা করে।

নতুন পরিকল্পনার আওতায় শরণার্থীদের রেসিডেন্স পারমিটের মেয়াদ পাঁচ বছর থেকে কমিয়ে আড়াই বছর করা হচ্ছে। পাশাপাশি স্থায়ী রেসিডেন্স পারমিট পাওয়ার শর্ত আরো কঠোর করা হচ্ছে। ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ জানিয়েছেন, আশ্রয়প্রার্থীরা কেবল একবার আবেদন ও একবার আপিলের সুযোগ পাবেন। সরকারের আশা, এতে আশ্রয়-সংক্রান্ত সিদ্ধান্ত দ্রুত নেওয়া সম্ভব হবে এবং প্রত্যাবাসন প্রক্রিয়াও ত্বরান্বিত হবে।

তবে এসব কঠোর নীতির পরও উত্তর ফ্রান্সের কালেতে অবস্থানরত অনেক অভিবাসী তাদের পরিকল্পনা পরিবর্তনে অনিচ্ছুক। কেউ কেউ নতুন নীতিমালার কথা জানেন না, আবার অনেকেই এত দীর্ঘ ও ঝুঁকিপূর্ণ পথ পাড়ি দিয়ে এসে এখন আর ফিরে যেতে রাজি নন।

২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত মোট ৪০ হাজার ৬৫২ জন অভিবাসী ছোট নৌকায় করে ব্রিটিশ উপকূলে পৌঁছেছেন। সর্বশেষ ১৭ ডিসেম্বর এক দিনেই ৪৯৭ জন অভিবাসী ডোভার বন্দরে পৌঁছান। এর মধ্য দিয়েই চলতি বছরে অনিয়মিত অভিবাসীর সংখ্যা ৪০ হাজারের গণ্ডি অতিক্রম করে।

অবৈধ এসব অভিবাসীদের নিয়ে রাজনৈতিক সংকট বাড়ছে ব্রিটেনে। দেশটিতে এরই মধ্যে অভিবাসীদের বিরুদ্ধে বিক্ষোভও হয়েছে।

Logo