Logo
×

Follow Us

ইউরোপ

স্পেনে ২০২৬ সালে ভিসা, আবাসন ও নাগরিকত্ব ব্যবস্থায় বড় পরিবর্তন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৭:৫২

স্পেনে ২০২৬ সালে ভিসা, আবাসন ও নাগরিকত্ব ব্যবস্থায় বড় পরিবর্তন

স্পেনে ২০২৬ সাল থেকে ভিসা, আবাসিক অনুমতি ও নাগরিকত্ব সংক্রান্ত নিয়মগুলোর একটি নতুন সিরিজ চালুর পরিকল্পনা রয়েছে, যা দেশটিতে বসবাস, কাজ বা নাগরিকত্বের পরিকল্পনা করা আন্তর্জাতিক নাগরিকদের ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে। এই পরিবর্তনগুলোর মধ্যে রয়েছে অর্থনৈতিক শর্ত, আবাসিক সুযোগ ও অন্যান্য সুবিধার নয়া নিয়মাবলি। স্প্যানিশ সংবাদমাধ্যম দ্য লোকাল এ সংবাদটি প্রকাশ করেছে।

২০২৬ সালে স্পেনের অন্যতম জনপ্রিয় ভিসা “নন-লুকেটিভ ভিসা” এর আর্থিক শর্ত সম্ভবত আগের মতোই থাকবে। এই ভিসায় আবেদনকারীদের প্রথম বছরের জন্য বিনিয়োগ বা প্যাসিভ আয় হিসেবে মোটামুটি ২৮ হাজার ৮০০ ইউরো দেখাতে হয়, যা অর্থনৈতিক সক্ষমতা প্রমাণের একটি নির্দিষ্ট মানদণ্ড। 

ডিজিটাল নোম্যাড ভিসা বা অনলাইন কর্মজীবী ভিসার ক্ষেত্রে আর্থিক শর্ত বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। কারণ এই শ্রেণির ভিসা আবেদনে প্রার্থীর মাসিক আয় দেশটির ন্যূনতম মজুরির ওপর ভিত্তি করে নির্ধারণ হয় এবং ২০২৬ সালে মজুরির পরিমাণ বৃদ্ধির কারণে এর প্রমাণযোগ্য আয়ও অনুপাতিকভাবে বাড়বে। 

স্পেনে নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে একটি বিশেষ “grandchildren law” এর আওতায় যা সুযোগ রয়েছে, তাতে যারা স্প্যানিশ নাগরিকের সন্তানের বা নাতিরা, তারা ২০২৬ সালে নাগরিকত্বের জন্য আরো আবেদন করতে পারবে। বহু লাটিন আমেরিকার আবেদনকারীদের এটি কাজে দিতে পারে। 

যুক্তরাজ্যের নাগরিকদের জন্য বৈধ আবাসিক অনুমতি “WA TIE” কার্ডকে স্থায়ী কাগজে রূপান্তর করার কাজও ২০২৫ থেকে চলছে এবং ২০২৬-এ এর সংখ্যা আরো বাড়বে, বিশেষ করে যারা ব্রেক্সিটের আগে স্পেনে বসবাস শুরু করেছিলেন তাদের জন্য এটি সুবিধাজনক হবে। 

আগামী বছর “ETIAS” নামে একটি ভ্রমণ অনুমোদন সিস্টেম চালু হওয়ার সম্ভাবনা রয়েছে, যা যুক্তরাজ্য ও অন্যান্য দেশ থেকে স্পেন বা অন্যান্য সেনজেন অঞ্চলে যাত্রা করার আগে অনলাইনে আবেদন করে একটি অনুমোদন পেতে হবে। এটি মূলত পর্যটক ও স্বল্পমেয়াদি ভ্রমণকারীদের জন্য প্রযোজ্য হলেও যারা স্পেন গিয়ে পরে ভিসা বা আবাসিক অনুমতি চাইবে, তাদের ক্ষেত্রেও এর প্রভাব পড়তে পারে। 

মাদ্রিদ ডিজিটালাইজড সিস্টেম চালুর পরিকল্পনা করছে, যাতে আবাসিক অনুমতি আবেদন অনলাইনে করা যাবে এবং ভর্তিও দ্রুত হবে। এতে পুরনো কাগজপত্রের জট ঝাড়াপোড়া হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।

Logo