ইতালিতে অভিবাসী ও শরণার্থীদের অধিকার ও সুরক্ষা নিয়ে ইতালিয়ান রেড ক্রস সভাপতি রবার্তো ভেটেরি সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, কোনো মানুষই অবৈধ নয় এবং যে কোনো পরিস্থিতিতেই মানুষের জীবন রক্ষা করা একটি নৈতিক ও মানবিক কর্তব্য।
এক সংবাদ সম্মেলনে রবার্তো ভেটেরি বলেন, “সমস্যাগ্রস্ত জলপথ বা সীমান্তের পথে মানুষদের বাঁচানো আমাদের দায়িত্ব। মানবিক সহায়তা কখনো রাজনৈতিক বা জাতীয়তার সীমাবদ্ধতায় আবদ্ধ হতে পারবে না। এটি আমাদের নৈতিক কর্তব্য।” তিনি আরো বলেন, যারা জীবন রক্ষার প্রয়াসে কাজ করছেন, তাদেরও নিরাপত্তা নিশ্চিত করা অপরিহার্য।
ভেটেরি ইঙ্গিত দেন, ইতালিতে অভিবাসীদের বিপদ এখনো কমেনি। সমুদ্রপথে শরণার্থী ও অভিবাসীদের যাত্রা ঝুঁকিপূর্ণ এবং অনেকেই নৌকাডুবি বা মানব পাচারের শিকার হচ্ছেন। তিনি মানবিক সংস্থাগুলোর যৌথ প্রচেষ্টার মাধ্যমে এই ঝুঁকি কমানো সম্ভব বলে মনে করেন।
ইতালিয়ান রেড ক্রস সভাপতি জানিয়েছেন, “প্রত্যেকটি জীবন গুরুত্বপূর্ণ। মানুষকে ‘অবৈধ’ হিসেবে চিহ্নিত করা মানসিকতা পরিবর্তন করা দরকার। মানবিক সেবার জন্য আমাদের সবার দায়িত্ব রয়েছে।” তার মতে, অভিবাসী ও শরণার্থী সুরক্ষা নিশ্চিত করা কেবল মানবিক দায় নয়, বরং সমাজের নৈতিক দায়িত্বও বটে।
এই বক্তব্য আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর ইতালিতে পরিচালিত কর্মকাণ্ডের গুরুত্ব আরো তুলে ধরে। মানব পাচার, বিপজ্জনক অভিবাসন এবং সীমানার ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে জীবন রক্ষার কাজকে ইতালিয়ান রেড ক্রস অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে বিবেচনা করছে।
logo-1-1740906910.png)