Logo
×

Follow Us

ইউরোপ

ইউরোপ অভিবাসনের খবর

বাংলাদেশসহ সাত দেশের আশ্রয়প্রার্থীদের নিয়ে নতুন সিদ্ধান্তে ইইউ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ১৮:২২

বাংলাদেশসহ সাত দেশের আশ্রয়প্রার্থীদের নিয়ে নতুন সিদ্ধান্তে ইইউ

বাংলাদেশসহ এশিয়া, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের যে সাতটি দেশকে ‘নিরাপদ’ হিসেবে বিবেচনা করা হচ্ছে, সেসব দেশ থেকে আশ্রয় আবেদন উল্লেখযোগ্য হারে কমানোর সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন৷ এসব দেশের প্রত্যাখ্যাত আশ্রয়প্রার্থীদের দ্রুত ফেরত পাঠানোর বিষয়েও সম্মত হয়েছেন জোটের নেতারা৷ 

১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবসে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে ইইউ৷ ইনফো মাইগ্রেন্টস বাংলার খবরে বলা হয়েছে, বাংলাদেশ, কলম্বিয়া, মিসর, কসোভো, ভারত, মরক্কো এবং তিউনিশিয়া; এই সাত দেশ থেকে আসা আশ্রয়প্রার্থীদের আবেদনগুলো দ্রুত নিষ্পত্তি করবে ইইউ কমিশন৷ 

তবে ‘নিরাপদ’ ঘোষিত দেশগুলোর পরিস্থিতি পর্যবেক্ষণ করবে ইউরোপীয় কমিশন৷ ওই সব দেশে পরিস্থিতির অবনতি দেখা দিলে ‘নিরাপদ দেশ’ স্বীকৃতি সাময়িকভাবে স্থগিত করা হবে৷ ভবিষ্যতে পরিস্থিতি বিবেচনায় নিরাপদ দেশের তালিকা আরো দীর্ঘ করারও সুযোগ রাখা হয়েছে৷

যদিও এর কড়া সমালোচনা করেছে মানবাধিকার সংগঠনগুলো৷ তারা বলছে, এমন সিদ্ধান্ত বাস্তবায়িত হলে বিপদের মুখে পড়বে আশ্রয়প্রার্থী অভিবাসীরা। 

২০১৫ সালে মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও সহিংসতা থেকে পালিয়ে ১০ লাখের বেশি শরণার্থী ইউরোপের বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন৷ তারপর থেকেই আশ্রয় ইস্যুতে জোটভুক্ত দেশগুলোর মধ্যে মতবিরোধ তৈরি হয়৷ তাই জোটের আশ্রয় ব্যবস্থা সংস্কারের ধারাবাহিকতায় দীর্ঘ বাগবিতণ্ডার পর ২০২৪ সালে একটি ‘অভিন্ন আশ্রয়নীতি’ তৈরি করে ইইউ দেশগুলো৷ এই অভিন্ন আশ্রয়নীতি আগামী বছরের জুনে কার্যকর হওয়ার কথা রয়েছে৷

Logo