Logo
×

Follow Us

ইউরোপ

বিদেশি শিক্ষার্থীদের জন্য নিয়ম কঠোর করছে ফিনল্যান্ড

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ১০:০১

বিদেশি শিক্ষার্থীদের জন্য নিয়ম কঠোর করছে ফিনল্যান্ড

বিদেশি শিক্ষার্থীদের বিষয়ে নিয়ম আরো কঠোর করতে যাচ্ছে ফিনল্যান্ড সরকার। ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশ থেকে আসা শিক্ষার্থীদের জন্য ন্যূনতম আয়ের শর্ত এবার আইনের মাধ্যমে নির্ধারণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফিনিশ জনপ্রিয় সংবাদ মাধ্যম ইয়েল এ সংবাদ প্রকাশ করেছে।

প্রধানমন্ত্রী পেত্তেরি অরপোর নেতৃত্বাধীন সরকারের এই সিদ্ধান্তের কথা ১৮ ডিসেম্বর এক সংবাদ ব্রিফিংয়ে জানান দেশটির কর্মসংস্থানমন্ত্রী মাতিয়াস মার্ত্তিনেন। তিনি বলেন, আন্তর্জাতিক শিক্ষার্থীরা যেসব বাস্তব সমস্যার মুখে পড়ছেন, তার পরিপ্রেক্ষিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সরকারি পরিকল্পনা অনুযায়ী, ভবিষ্যতে বিদেশি শিক্ষার্থীদের ক্ষেত্রে পারিবারিক পুনর্মিলনের জন্য অন্তত এক বছরের অপেক্ষার সময় নির্ধারণ করা হতে পারে। অর্থাৎ, পড়াশোনার উদ্দেশ্যে ফিনল্যান্ডে যাওয়ার পর নির্দিষ্ট সময় পার না হলে পরিবারকে সঙ্গে নেওয়ার সুযোগ মিলবে না।

এছাড়া সরকার অনানুষ্ঠানিক বা তৃতীয় পক্ষের শিক্ষা এজেন্টদের কার্যক্রম নিষিদ্ধ করার বিষয়টিও বিবেচনা করছে। প্রস্তাব অনুযায়ী, শিক্ষার্থীরা কেবল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি রয়েছে এমন এজেন্টদের মাধ্যমেই আবেদন করতে পারবেন।

এই সিদ্ধান্তের পেছনে ফিনল্যান্ডের রাষ্ট্রীয় গণমাধ্যম ওয়াইএলের এক অনুসন্ধানী প্রতিবেদন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ওয়াইএলের অনুসন্ধানী ইউনিট এমওটি জানায়, অনেক তৃতীয় পক্ষের এজেন্ট বিদেশি শিক্ষার্থীদের কাছে ফিনল্যান্ডে জীবনযাপন ও কাজের সুযোগ নিয়ে বিভ্রান্তিকর ও ভুল তথ্য ছড়াচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, কিছু এজেন্ট শিক্ষার্থীদের আশ্বাস দেন, ফিনিশ ভাষা না জেনেও সহজে কাজ পাওয়া যাবে এবং ভালো আয় করা সম্ভব। বাস্তবে পরিস্থিতি ভিন্ন। ফিনল্যান্ড বর্তমানে বেকারত্ব সংকটে রয়েছে, যেখানে বিদেশি নাগরিকদের জন্য কাজ পাওয়া আরো কঠিন হয়ে উঠেছে।

এই ভুল তথ্যের ফলে অনেক শিক্ষার্থী উন্নত জীবনের আশায় ফিনল্যান্ডে গিয়ে চরম আর্থিক সংকটে পড়ছেন। কেউ কেউ ন্যূনতম জীবনযাপনের জন্য সহায়তার ওপর নির্ভর করতে বাধ্য হচ্ছেন।

সরকার বলছে, নতুন এসব নিয়মের মাধ্যমে বিদেশি শিক্ষার্থীদের বাস্তব পরিস্থিতি সম্পর্কে স্বচ্ছ ধারণা দেওয়া এবং অনিয়ম ও প্রতারণা কমানোই তাদের লক্ষ্য। পাশাপাশি শিক্ষার মান ও অভিবাসন ব্যবস্থায় ভারসাম্য বজায় রাখার কথাও গুরুত্ব পাচ্ছে।

Logo