Logo
×

Follow Us

ইউরোপ

ইউরোপে আশ্রয় পাওয়া কঠিন হচ্ছে বাংলাদেশিদের জন্য

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ২১:৫৯

ইউরোপে আশ্রয় পাওয়া কঠিন হচ্ছে বাংলাদেশিদের জন্য

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) অভিবাসন নীতি আরও কঠোর করার পথে এগোচ্ছে। ১৭ ডিসেম্বর ফ্রান্সের স্ট্রাসবুর্গে অনুষ্ঠিত ইউরোপীয় পার্লামেন্ট অধিবেশনে দুটি প্রস্তাব অনুমোদন করা হয়েছে, যা ভবিষ্যতে বাংলাদেশসহ কয়েকটি দেশের নাগরিকদের জন্য আশ্রয় পাওয়া কঠিন করে তুলবে।  

প্রস্তাব অনুযায়ী, ইইউ যেসব দেশকে ‘নিরাপদ’ হিসেবে বিবেচনা করবে, সেই দেশগুলোর নাগরিকদের আশ্রয়ের আবেদন গ্রহণ করা হবে সীমিতভাবে। তালিকায় বাংলাদেশ ছাড়াও রয়েছে কসোভো, কলম্বিয়া, মিসর, ভারত, মরক্কো ও তিউনিশিয়া। অর্থাৎ এসব দেশ থেকে কেউ আশ্রয়ের আবেদন করলে তা যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া হবে আরো কঠিন।  

আরেকটি প্রস্তাবে বলা হয়েছে, আশ্রয়প্রার্থীদের তৃতীয় কোনো দেশে পাঠানো হতে পারে। কেউ যদি নিরাপদ তালিকাভুক্ত দেশের নাগরিক হন, তবে তাকে তালিকারই অন্য দেশে পাঠানো হবে। এই প্রস্তাব ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যেখানে আশ্রয়প্রার্থীদের আলবেনিয়ায় পাঠানোর কথা বলা হয়েছিল।  

চরম ডানপন্থি আইনপ্রণেতারা এই পদক্ষেপকে জরুরি বলে উল্লেখ করেছেন। তাদের মতে, সদস্য দেশগুলোর ওপর ভিত্তিহীন আশ্রয় দাবির চাপ কমাতে এ ধরনের নীতি প্রয়োজন। অন্যদিকে বামপন্থি আইনপ্রণেতারা এটিকে মানবিকতার পরিপন্থি বলে সমালোচনা করেছেন। ফরাসি আইনপ্রণেতা ড্যামিয়েন কারেমে মন্তব্য করেছেন, এটি মেলোনির জন্য বড়দিনের উপহার।  

মানবাধিকার সংগঠনগুলো সতর্ক করেছে, আশ্রয়প্রার্থীদের তৃতীয় দেশে পাঠানো হলে তারা গুরুতর ঝুঁকির মুখে পড়তে পারেন। ইউরোপীয় কমিশন অবশ্য বলেছে, যে কোনো দেশেই অভিবাসী পাঠানো হোক না কেন, মৌলিক অধিকার রক্ষা নিশ্চিত করতে হবে।  

গত বছর ইইউভুক্ত দেশগুলোতে প্রায় ১০ লাখ মানুষ আশ্রয়ের আবেদন করেছিলেন। তাদের মধ্যে মাত্র ৪ লাখ ৪০ হাজার জনকে সুরক্ষা দেওয়া হয়। নতুন প্রস্তাব অনুমোদনের ফলে ভবিষ্যতে বাংলাদেশি নাগরিকদের জন্য ইউরোপে আশ্রয় পাওয়া আরো কঠিন হয়ে যাবে।

Logo