ইউরোপ অভিবাসনের খবর
পর্তুগালের নাগরিকত্ব আইন, হোঁচট খেলো দেশটির সরকার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ১৭:৪১
ইউরোপের দেশ পর্তুগালে প্রবাসীদের নাগরিকত্ব পাওয়ার শর্ত আরো কঠিন করতে যাওয়া আইনের কিছু ধারা বাতিল করে দিয়েছেন দেশটির আদালত।
দেশটির ডানপন্থি সরকার চেয়েছিল, কোনো বিদেশি যদি দুই বা তারও বেশি বছর দেশটিতে জেল খাটে, তাহলে অটো তার পর্তুগালের নাগরিকত্ব পাওয়ার পথ বন্দ হয়ে যাবে। আর ১০ বছরে কোনো বিদেশি যদি গুরুতর কোনো অপরাধে জড়িত থাকে, তাহলেও তার নাগরিকত্ব বাতিল হয়ে যাবে।
কিন্তু এই দুই ধারাকে পর্তুগালের নাগরিকত্ব পাওয়ার মৌলিক অধিকারের ওপর বৈষম্যমূলক বিধিনিষেধ বলে তা বাতিল করে দিয়েছেন আদালত। ১৫ ডিসেম্বর দেওয়া এক রায়ে পর্তুগালের সর্বোচ্চ আদালত জানায়, নাগরিকত্ব সংক্রান্ত ওই আইনের কয়েকটি ধারা সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়৷ এই রায়কে বর্তমান ডানপন্থি সরকারের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে৷ এছাড়া দেশটির পার্লামেন্টে পারিবারিক পুনর্মিলনের সুযোগ সীমিত করার একটি আইন পাস হলেও সেটিও সাংবিধানিক আদালত বাতিল করে সংশোধনের নির্দেশ দেয়৷
ফলে দেশটির ডানপন্থিদের আনা নতুন নিয়মের কোনো কিছুই নাগরিকত্ব আইনের আবেদনের বেলায় কার্যকর হবে না। আর তাতে দেশটিতে থাকা বিভিন্ন দেশের বিপুল সংখ্যক প্রবাসী, যারা দেশটিতে নাগরিকত্বের জন্য আবেদন করেছেন, তাদের সুবিধা পাওয়ার পথ খোলাই থাকল।
পর্তুগাল সরকারের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের শেষ নাগাদ পর্তুগালে বিদেশি নাগরিকের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৫৫ হাজার, যা ২০১৭ সালের তুলনায় চার গুণ বেশি এবং দেশটির মোট জনসংখ্যার প্রায় ১৫ শতাংশ৷
logo-1-1740906910.png)