Logo
×

Follow Us

ইউরোপ

ইউরোপ অভিবাসনের খবর

ব্রিটিশ নাগরিকত্ব হারাতে পারেন বাংলাদেশিসহ ৯০ লাখ মানুষ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ১৯:২৮

ব্রিটিশ নাগরিকত্ব হারাতে পারেন বাংলাদেশিসহ ৯০ লাখ মানুষ

নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে আছেন যুক্তরাজ্যের ৯০ লাখ মুসলিম নাগরিক। যুক্তরাজ্য সরকারের হাতে থাকা নাগরিকত্ব বাতিলের “চরম ও গোপন নীতি” তাদের এই ঝুঁকিতে ফেলবে বলে ধারণা করা হচ্ছে, যা দেশটির মোট জনংখ্যার প্রায় ১৩ শতাংশ। 

মিডল ইস্ট আইয়ের খবরে বলা হয়েছে এসব নাগরিকের মধ্যে বাংলাদেশি বংশোদ্ভূত বহু নাগরিক আছেন বলেও জানা যায়। যুক্তরাজ্যভিত্তিক দুই স্বনামধন্য মানবাধিকার ও নীতি গবেষণা প্রতিষ্ঠান রানিমিড ট্রাস্ট এবং রিপ্রিভ এই রিপোর্ট প্রকাশ করেছে। বিভিন্ন মানবাধিকার কর্মীরা আশঙ্কা জানিয়েছেন, সরকারের এমন ক্ষমতা দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার দেশগুলোর সঙ্গে পারিবারিক বা বংশগত সম্পর্ক রয়েছে, এমন নাগরিকদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

রিপোর্টে আরো জানানো হয়, এই নীতি বাস্তবায়ন করলে দেশটির মুসলিম নাগরিকরা অসমভাবে ক্ষতির মুখে পড়বেন। প্রতিষ্ঠান দুটি সতর্ক করে বলেছে, বর্তমান নাগরিকত্ব বাতিলের ব্যবস্থা মুসলিম সম্প্রদায়ের জন্য একটি পদ্ধতিগত হুমকি। এসব নীতি গবেষণা প্রতিষ্ঠানের মুখপাত্ররা আরো জানান, এই চরম নীতি শ্রেণি বৈষম্যকে আরো প্রকট করবে।

অনেক মানবাধিকার কর্মী এই নীতিকে “উইন্ডরাশ কেলেঙ্কারির” সাথে তুলনা করছেন। উইন্ডরাশ কেলেঙ্কারিতে হুজুগের ওপর এমন অনেক নাগরিকের নাগরিকত্ব বাতিল করা হয়, যা ছিল সম্পূর্ণ অপ্রয়োজনীয় এবং যা যথাযথ নজরদারিরও বাইরে ছিল। প্রতিবেদনে আরো জানানো হয়, অশেতাঙ্গদের তুলনায় শেতাঙ্গদের ক্ষতিগ্রস্ত হওয়ার হার একেবারেই নগণ্য।

Logo