Logo
×

Follow Us

ইউরোপ

গ্রিসে স্টার্টআপ গোল্ডেন ভিসা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৩

গ্রিসে স্টার্টআপ গোল্ডেন ভিসা

গ্রিস নতুন স্টার্টআপ গোল্ডেন ভিসা চালু করেছে, যা প্রবাসী বিনিয়োগকারীদের জন্য এক ধরনের আবাসন অনুমতি প্রদান করছে। এই ভিসার মাধ্যমে বিদেশি বিনিয়োগকারীরা গ্রিসের প্রাথমিক পর্যায়ের স্টার্টআপে বিনিয়োগ করে দেশটিতে বসবাসের সুযোগ পেতে পারেন। ভিসা পাওয়ার জন্য ন্যূনতম ২ লাখ ৫০ হাজার ইউরো বিনিয়োগ করতে হবে এবং প্রথম বছরে দুটি নতুন চাকরি সৃষ্টির শর্ত পূরণ করতে হবে। ইকোনমিক টাইমস এ সংবাদ প্রকাশ করেছে।

ভিসা প্রথমে এক বছরের জন্য ইস্যু করা হয় এবং বিনিয়োগ ও চাকরি সৃষ্টির শর্ত পূরণ হলে দুই বছর অন্তর নবায়ন করা যাবে। বিনিয়োগকারীকে তার শেয়ার কমপক্ষে পাঁচ বছর ধরে ধরে রাখতে হবে। যদি শেয়ার বিক্রি করা হয়, তবে দুই মাসের মধ্যে অন্য যোগ্য স্টার্টআপ বা গ্রিসের অভিবাসন কোডের আওতায় যোগ্য বিনিয়োগে পুনঃবিনিয়োগ করতে হবে। বিদেশে অবস্থানকৃত সময় নবায়নে প্রভাব ফেলে না।

বিনিয়োগ করা যেতে পারে গ্রিসের একটি লিগ্যাল এনটিটির মাধ্যমে, যেখানে বিনিয়োগকারী সম্পূর্ণ মালিকানা রাখবেন, অথবা বিদেশি আইনি সত্তার মাধ্যমে, যেখানে সর্বোচ্চ তিনজন শেয়ারহোল্ডার থাকতে পারবেন, প্রত্যেকে কমপক্ষে ৩৩ শতাংশ মালিকানা রাখবে। তবে কোনো শেয়ারহোল্ডার ৩৩ শতাংশের বেশি নিয়ন্ত্রণ রাখতে পারবে না। এই ভিসার মাধ্যমে কর্মসংস্থান অধিকার স্বয়ংক্রিয়ভাবে দেওয়া হয় না।

প্রয়োজনীয় শর্ত পূরণ না হলে ভিসা নবায়ন বাতিল হতে পারে। প্রাথমিক বছরে দুটি নতুন চাকরি সৃষ্টির শর্ত পূরণ এবং পাঁচ বছর ধরে তা বজায় রাখার ব্যর্থতার ক্ষেত্রে বিনিয়োগকারী এবং কোম্পানি উভয়ের জন্য ৫০ হাজার ইউরো জরিমানা আরোপ করা হবে।

এই স্টার্টআপ গোল্ডেন ভিসা বিদেশি বিনিয়োগকারীদের জন্য একটি সুবিধাজনক পথ খুলেছে। একই সঙ্গে গ্রিসের স্টার্টআপ ইকোসিস্টেমকে শক্তিশালী করার লক্ষ্য পূরণে সহায়ক হবে।

Logo