Logo
×

Follow Us

ইউরোপ

ইউরোপ অভিবাসনের খবর

আশ্রয়প্রার্থীদের আসতে নিরুৎসাহিত করবে জার্মানি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ১৬:৫১

আশ্রয়প্রার্থীদের আসতে নিরুৎসাহিত করবে জার্মানি

জার্মানিতে কঠোর হচ্ছে আশ্রয় নিতে চাওয়া। ফলে দেশটিতে আশ্রয়প্রার্থীদের আসতে নিরুৎসাহিত করবে জার্মানি। নতুন নিয়মে কিছু দেশকে নিরাপদ ঘোষণা করা হয়েছে। যেমন- জর্জিয়া, ঘানা, কসোভো, নর্থ মেসিডোনিয়া, মন্টেনিগ্রো, মলডোভা, সেনেগাল ও সার্বিয়া।

এসব দেশ থেকে কেউ জার্মানিতে আশ্রয় চাইলে শুরুতেই জানিয়ে দেওয়া হবে যে তাদের আবেদন মঞ্জুর হওয়ার সম্ভাবনা খুব কম। আবেদন করতে চাইলে প্রার্থীকে অবশ্যই নিজের দেশে কেন ঝুঁকিতে আছেন, তার শক্ত প্রমাণ দেখাতে হবে। ইনফো মাইগ্র্যান্টস এ খবর দিয়েছে। 

এছাড়া যাদের দেশে ফেরানোর প্রক্রিয়ায় রাখা হয়েছে বা যারা জার্মানি ছাড়ার নোটিশ পেয়েছেন, তাদের দেশটিতে আর সরকারিভাবে আইনজীবীর সহায়তা দেওয়া হবে না। একই সঙ্গে মিথ্যা তথ্য বা ঘুষ দিয়ে জার্মান নাগরিকত্ব নিতে চাইলে ১০ বছরের জন্য নিষিদ্ধ হওয়ার নিয়ম করা হয়েছে। এমনকি কারো নাগরিকত্ব থাকলেও পরে জালিয়াতি প্রমাণ হলে সেই নিয়ম তার ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

জার্মান সরকার বলছে, এসব কঠোর নিয়মের ফলে অযোগ্য আশ্রয় আবেদন দ্রুত বাতিল করা যাবে। আর পুরো প্রক্রিয়া আরো সহজ হবে। তবে রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের জন্য আগের নিয়মই বহাল থাকবে।

Logo