Logo
×

Follow Us

ইউরোপ

ইউরোপ অভিবাসনের খবর

অভিবাসন নীতি কঠোর করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ১৯:১০

অভিবাসন নীতি কঠোর করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন

অভিবাসন নীতি কঠোর করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। জোটের সদস্য দেশগুলোর স্বরাষ্ট্রমন্ত্রীরা ব্রাসেলসে এই বিষয়ক প্রস্তাবনায় একমত হবে বলে ধারণা পাওয়া যাচ্ছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ হলোা ইউরোপীয় ইউনিয়ন অবৈধ অভিবাসী বা যাদের আশ্রয় আবেদন খারিজ হয়ে যাবে বা যাদের নিজ দেশে পাঠানো যাচ্ছে না, তাদের পাঠানো হবে রিটার্ন হাবে। 

মূলত ইউরোপীয় আশ্রয়নীতি নিয়ে উত্থাপিত এসব প্রস্তাবনায় ভোট দেবেন তারা৷ প্রস্তাবটি পাস হলে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো নিয়ে বেশ কিছু বিষয়ে পদক্ষেপ নিতে পারবে ইইউর দেশগুলো৷ এর মধ্যে রয়েছে-

- জোটের বাইরের কোনো দেশে প্রত্যাবাসন কেন্দ্র স্থাপন করা৷ যেসব আশ্রয়প্রার্থীর আবেদন  প্রত্যাখ্যান করা হয়েছে, তাদের ওই কেন্দ্রটিতে রাখা হবে।  

– আবেদন প্রত্যাখ্যানের পর যারা দেশত্যাগ করছেন না, তাদের মোটা অংকের জরিমানা করা হবে। 

ইতালি, পর্তুগালসহ ইউরোপের আরো কিছু দেশে ডানপন্থি দলগুলো অভিবাসনের বিষয়ে সোচ্চার হওয়ার পর, ইউরোপের অনেক দেশে অনিয়মিত অভিবাসন ২০ শতাংশ কমে এসেছে। 

এমন রিটার্ন হাব তৈরি ও কার্যকর করা নিয়ে ফ্রান্স ও স্পেনের দোনোমনো ভাব থাকলেও আসছে দিনে ইউরোপে গিয়ে অবৈধভাবে থেকে যাওয়া যে কঠিন হবে, তা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই।

Logo