Logo
×

Follow Us

ইউরোপ

কী কাজ জানলে ইতালিতে ভিসা ও চাকরি নিশ্চিত!

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৪, ১৮:৫২

কী কাজ জানলে ইতালিতে ভিসা ও চাকরি নিশ্চিত!

বিপুল সম্ভাবনা থাকলেও, ইতালিতে প্রবেশের পর, মাসের পর মাস অপেক্ষা করতে হয় কাজ পেতে। তবে দেশটিতে এমন কিছু কাজের ক্ষেত্র আছে যেখানে অভিজ্ঞতা থাকলে এবং ইতালীয় ভাষা জানা থাকলে সহজেই পাওয়া যায় চাকরি।

প্রাচীন সভ্যতার উন্নত দেশ ইতালিতে আড়াই লাখের বেশি বাংলাদেশির বসবাস। কর্মসংস্থান, শিক্ষা ও ব্যবসায়িক কারণে, প্রতিবছর হাজারও বাংলাদেশি প্রবেশ করেন পশ্চিম ইউরোপের দেশটিতে। মূলত অর্থনৈতিক সাফল্য অর্জনই অধিকাংশ বাংলাদেশি তরুণের প্রধান লক্ষ্য।

কম্পিউটারে দক্ষ, সফটওয়্যার, নার্সিং, ফিশিংসহ বিশেষ কিছু কাজের অভিজ্ঞতা থাকলে ইতালিতে সহজেই চাকরি পেতে পারেন প্রবাসীরা। সেইসঙ্গে ভাষা জানা থাকলে আরও সহজ হবে প্রক্রিয়া।  তাই কৃষি, শিল্প, পর্যটন ও চিকিৎসা খাতে তরুণদের নিয়োগে আশাবাদী দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা। 

কৃষি, শিল্প, পর্যটন ও চিকিৎসা ক্ষেত্রে ইতালির খ্যাতি দুনিয়োজোড়া। বিভিন্ন কারণে দেশটিতে প্রতি বছর কমছে জনসংখ্যা। এতে কম্পিউটারে অভিজ্ঞ, সফটওয়্যার, নার্সিং, ফিশিং, অ্যাগ্রো ফার্মিং, বিউটি সেলুন, ওয়েলডিং, ইলেকট্রিশিয়ান, রেস্টুরেন্ট কর্মী, পরিচ্ছন্নকর্মী ও হোটেল ম্যানেজমেন্টে দক্ষ কর্মীর বিশাল চাহিদা রয়েছে ইতালিতে।

সংশ্লিষ্টরা বলছেন, ইতালির প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ চাকরির বাজারে নিজেকে যোগ্য করে গড়ে তুলতে ভাষা শিক্ষার পাশাপাশি বিভিন্ন কাজের অভিজ্ঞতা অর্জন প্রয়োজন। তাহলে সহজেই পাওয়া যায় চাকরি।

তথ্যসূত্র: সময় অনলাইন – ২০.১২.২০২৪

Logo