Logo
×

Follow Us

ইউরোপ

গ্রিস উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ১৮ জনের মৃত্যু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ০৮:৫০

গ্রিস উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ১৮ জনের মৃত্যু

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় ছোট দ্বীপ ক্রিসির প্রায় ২৬ মাইল (৪০ কিলোমিটার) দক্ষিণে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। ৬ ডিসেম্বর গ্রিক কোস্টগার্ড এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। দুর্ঘটনায় দুইজনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং তাদের ক্রিট দ্বীপে নেওয়া হচ্ছে।

কোস্টগার্ড জানায়, প্রথমে একটি তুর্কি কার্গো জাহাজ সমুদ্রে উল্টে থাকা নৌকাটিকে দেখতে পেয়ে গ্রিক কর্তৃপক্ষকে খবর দেয়। এরপর উদ্ধার তৎপরতা শুরু করা হয়।

গ্রিস ২০১৫-১৬ সালের অভিবাসন সংকটের সময় মধ্যপ্রাচ্য ও আফ্রিকার এক মিলিয়নেরও বেশি মানুষের ইউরোপে প্রবেশের প্রধান পথ ছিল। সময়ের সঙ্গে প্রবাহ কমে গেলেও গত এক বছর ধরে লিবিয়া থেকে ক্রিট, গাভদোস ও ক্রিসি দ্বীপমুখী নৌযানের সংখ্যা দ্রুত বেড়েছে, যেগুলো আফ্রিকা উপকূলের সবচেয়ে কাছের গ্রিক দ্বীপ। এ রুটে ঘনঘন প্রাণহানির ঘটনা ঘটছে এবং এবারো সেই ঝুঁকিপূর্ণ যাত্রাই কাল হয়ে দাঁড়াচ্ছে অভিবাসীদের জন্য।

Logo