Logo
×

Follow Us

ইউরোপ

স্বেচ্ছা প্রত্যাবাসনে সাড়ে তিন হাজার ইউরো দেবে ফ্রান্স

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৯

স্বেচ্ছা প্রত্যাবাসনে সাড়ে তিন হাজার ইউরো দেবে ফ্রান্স

অনিয়মিত অভিবাসীদের স্বেচ্ছায় নিজ দেশে ফেরা সহজ ও উৎসাহব্যঞ্জক করতে আর্থিক সহায়তার পরিমাণ বাড়িয়েছে ফ্রান্স। এখন থেকে কোনো অভিবাসী স্বেচ্ছায় দেশে ফিরলে তিনি সর্বোচ্চ ৩,৫০০ ইউরো সহায়তা পাবেন। ৪ ডিসেম্বর সরকারি গেজেটে এ সংক্রান্ত সিদ্ধান্ত প্রকাশ করা হয়।

ইংলিশ চ্যানেল হয়ে যুক্তরাজ্যগামী নৌকা আটকাতে যুক্তরাজ্যের চাপ বাড়ার পরই ফ্রান্স এ উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছে ইনফো মাইগ্র্যান্টস।

গেজেটে বলা হয়েছে, ফ্রান্স ছাড়ার নির্দেশ (OQTF) যাদের দেওয়া হয়েছে, তাদের জন্য এককালীন সহায়তার সীমা ১ হাজার ২০০ ইউরো থেকে বাড়িয়ে ২ হাজার ২০০ ইউরো করা হয়েছে।

যেসব দেশের নাগরিকরা সমুদ্রপথে যুক্তরাজ্যে যাওয়া অভিবাসীদের মধ্যে শীর্ষে, তারাও দেশে ফিরলে প্রতিজন ২ হাজার ২০০ ইউরো করে পাবেন।

স্বেচ্ছায় ফিরতে ইচ্ছুকদের সাধারণত এই সহায়তা দেয় OFII (ফ্রেঞ্চ ইমিগ্রেশন অ্যান্ড ইন্টিগ্রেশন অফিস)। পাশাপাশি বিমান টিকিটও প্রদান করা হয়।

বিশেষ ক্ষেত্রে আগের ২,৫০০ ইউরো সীমা বাড়িয়ে এখন ৩,৫০০ ইউরো করা হয়েছে। ‘ওয়ান ইন ওয়ান আউট’ চুক্তির আওতায় যুক্তরাজ্য থেকে যাদের ফ্রান্সে ফেরত পাঠানো হয়েছে, তারাও সুবিধাটি নিতে পারবেন।

এক বছরে ফেরত পাঠানো হয়েছে ৭ হাজারের বেশি অভিবাসী

২০২৪ সালে অফির মাধ্যমে মোট ৬,৯০৮ জন অভিবাসীকে স্বেচ্ছা প্রত্যাবর্তনে সহায়তা দেওয়া হয়েছে, যা আগের বছরের তুলনায় ২.৩৬% বেশি।

এদের মধ্যে সবচেয়ে বেশি ছিলেন জর্জিয়া ও আলবেনিয়ার নাগরিক, অন্তত ১,৮০০ জন। আলজেরিয়া, মরক্কো ও তিউনিসিয়ার মিলেও দেশে ফিরেছেন অন্তত আরো ১ হাজার জন।

২০২৪ সালে মোট ২৩টি দেশ ফ্রান্সের এআরভি (স্বেচ্ছা প্রত্যাবর্তন) উদ্যোগের আওতায় ছিল।

আগে ওকিউটিএফ নোটিশের তারিখ থেকে আবেদন করার সময়ের ব্যবধান অনুযায়ী আর্থিক সহায়তার পরিমাণ কমে যেত। নতুন নিয়মে সেই শর্ত তুলে দেওয়া হয়েছে, ফলে অভিবাসীরা যে কোনো সময় আবেদন করলেও নির্ধারিত সহায়তা পাবেন।

‘ওয়ান ইন ওয়ান আউট’ চুক্তির আওতায় ছোট নৌকায় ইংল্যান্ডে পৌঁছানো অভিবাসীদের ফ্রান্সে ফেরত পাঠানোর কথা থাকলেও বাস্তবে উদ্যোগটি এখনো কার্যকর হয়নি।

এদিকে জীবনঝুঁকি উপেক্ষা করে চলতি বছর এখন পর্যন্ত ৩৯ হাজারের বেশি অভিবাসী সমুদ্রপথে যুক্তরাজ্যে পৌঁছেছেন, যা ২০২৪ সালের মোট সংখ্যাকেও ছাড়িয়ে গেছে।

Logo