ইউরোপ অভিবাসনের খবর
লিবিয়া থেকে স্বেচ্ছায় ফিরে যাচ্ছেন বিপদগ্রস্ত বাংলাদেশিরা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ১৭:৫৮
লিবিয়া হয়ে অবৈধভাবে ইউরোপ যেতে চাওয়া বিপুল সংখ্যক বাংলাদেশি স্বেচ্ছায় দেশে ফিরছেন। মানব পাচারের একটি চক্র দেশের সহজ-সরল মানুষকে ইউরোপে নেওয়ার কথা বলে নিয়ে গিয়েছিল লিবিয়ায়। লিবিয়ার বাংলাদেশ দূতাবাসে আসা শত শত মানুষ তাদের ভুল বুঝতে পেরেছেন।
লিবিয়ার বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, দেশটি থেকে দেশে ফিরে এসেছেন ৩১০ জন বাংলাদেশি। লিবিয়া থেকে ছোট বোটে করে বিপজ্জনকভাবে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে বহু মানুষ মারা যান। এমন বিপজ্জনক যাত্রা বন্ধ করতে কঠোর হতে শুরু করেছে ব্রিটেন, ফ্রান্স এমনকি ইতালিও। ফলে লিবিয়ায় থাকা এসব হতভাগ্য বাংলাদেশির ভুল ভেঙেছে।
লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা জানিয়েছেন, লিবিয়ার মিসরাতা থেকে ১৫১ জন আর ত্রিপোলি থেকে ১৫৯ জন দেশে ফিরতে দূতাবাসের দ্বারস্থ হন। গত অক্টোবর লিবিয়া থেকে ফেরত পাঠানো হয়েছে ৯২৮ জন বাংলাদেশিকে। কারণ রাজনৈতিক অস্থিরতায় থাকা লিবিয়া এখনো নিরাপদ নয়।
তবু লিবিয়া হয়ে ইউরোপ যেতে চাওয়া বাংলাদেশিদের স্রোত যেন থামছে না। ২০২৩ সালের জুন থেকে ২০২৫-এর ডিসেম্বর পর্যন্ত ৭ হাজার ৮২৯ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে লিবিয়া থেকে।
লিবিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত জানিয়েছেন, দেশ থেকে লিবিয়ায় আসা এসব বাংলাদেশির কেবল আর্থিক ও মানসিক ক্ষতিই হয়নি, দেশের সুনামও ক্ষুণ্ন হচ্ছে প্রতিনিয়ত।
logo-1-1740906910.png)