ইউরোপ অভিবাসনের খবর
অবৈধ অভিবাসীদের খোঁজে লিবিয়ায় শুরু হয়েছে অভিযান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ১৮:৩৪
বাংলাদেশ থেকে অবৈধপথে যারা ইউরোপে ঢোকার চেষ্টা করে, তাদের প্রথম স্টেশন থাকে লিবিয়া। যেখান থেকে তারা নৌকায় চেপে ভূমধ্যসাগর পেরিয়ে ঝুঁকিপূর্ণ পথে পৌঁছাতে চায় ইউরোপের নানা দেশে। অবৈধ এসব অভিবাসীদের লিবিয়া স্পষ্ট করে জানিয়েছে, বৈধ কাগজপত্র ছাড়া এখন আর কেউ দেশটিতে থাকতে পারবে না। সাম্প্রতিক ঘোষণায় কর্তৃপক্ষ বলছে, পাসপোর্ট, ভিসা বা অনুমতিপত্র ছাড়াই লিবিয়ায় ঢোকা হাজারো অবৈধ শ্রমিককে ধাপে ধাপে নিজ দেশে ফেরত পাঠানো হবে। বিশেষ করে এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে যারা ইউরোপে যাওয়ার আশায় লিবিয়ায় এসে আটকে আছেন, তাদের ওপর নজরদারি আরো বাড়ানো হয়েছে। ইনফো মাইগ্র্যান্টস এ খবর দিয়েছে।
লিবিয়া সরকার বলছে, অনিয়মিতভাবে লিবিয়ায় লোকজন ঢুকছে বলেই ইউরোপমুখী মানব পাচার ও নৌকাডুবির ঘটনা দিন দিন বাড়ছে। আর এসব বন্ধ করতেই নতুন করে দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে। যেখানে ধরা পড়লে কেউ কোনো ধরনের ছাড় পাবে না, বরং সরাসরি তাকে নিজ দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, কাগজপত্র ছাড়া থাকলে ভবিষ্যতে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তারা সবাইকে সতর্ক করে দিয়েছে, বৈধ কাগজ ছাড়া লিবিয়ায় থাকা যাবে না। আর আইন ভাঙলে নিজ দেশে ফেরত পাঠানোই এর একমাত্র পরিণতি।
logo-1-1740906910.png)