যুক্তরাজ্যমুখী অভিবাসী পাচারচক্র ভেঙে দিল ফরাসি পুলিশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:২৯
ফ্রান্সের ইউর-এ-লোয়ার অঞ্চলে যুক্তরাজ্যে অভিবাসী পাঠানোর কাজে জড়িত একটি মানব পাচার চক্র ভেঙে দিয়েছে ফরাসি পুলিশ। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে শার্ত শহরের প্রসিকিউটর অফিস। আটক ব্যক্তিদের মধ্যে তিনজনের বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ এনে কারাগারে পাঠানো হয়েছে।
৪ ডিসেম্বর প্রকাশিত বিবৃতিতে বলা হয়, আটক চারজনের মধ্যে তিনজনই ইরাকি নাগরিক। তারা অভিবাসীদের ট্রাকে লুকিয়ে রাতের অন্ধকারে যুক্তরাজ্যে পাঠানোর চেষ্টা করত। প্রতিটি যাত্রায় পাচারকারীরা প্রায় ৫ হাজার ইউরো পর্যন্ত নিত।
প্রসিকিউটর ফ্রেদেরিক শোভালিয়ে জানান, চলতি বছরের সেপ্টেম্বর থেকে ইরানি ও ইরাকি অভিবাসীদের বারবার ট্রাকের ভেতরে পাওয়ার ঘটনায় তদন্ত শুরু হয়। ইউর-এ-লোয়ার এলাকার মহাসড়কের পার্কিং স্থানে নজরদারি বাড়ানো হয়। তিনি বলেন, “আমরা অত্যন্ত সংগঠিত ও বিপজ্জনক একটি চক্রের মুখোমুখি হয়েছিলাম।”
ফরাসি দপ্তর অল্টিমের তদন্তে দেখা যায়, পাচারকারীরা অভিবাসীদের বাসস্থান থেকে এনে নির্দিষ্ট বিশ্রামকেন্দ্রে রাখত এবং পরে ট্রাকে লুকিয়ে পাঠাত। বেশির ভাগ ক্ষেত্রেই ট্রাকচালকরা বিষয়টি জানতেন না। ড্রোনসহ বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে রাতের বেলায় মোট ৩৩টি যাত্রার তথ্য সংগ্রহ করা হয়। সেপ্টেম্বর থেকে প্রায় ১৫০ জন অভিবাসীকে পরিবহন করা হয়েছে। একজনের জন্য পাচারের দাম ধরা হতো ৩ থেকে ৫ হাজার ইউরো। তদন্তে জানা যায়, চক্রটি প্রায় ছয় লাখ ইউরো আয় করেছে।
অভিযানে সন্দেহভাজনদের গাড়ি থেকে ট্রাকের দরজা খোলার সরঞ্জাম ও বেশ কিছু পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। আটক তিন ইরাকির বয়স ২১, ২৬ ও ৩৬ বছর। দুজনের পূর্ব অপরাধের রেকর্ড নেই, তবে একজনের বিরুদ্ধে অপরাধে যুক্ত থাকার প্রমাণ পাওয়া গেছে। আগামী ১৪ জানুয়ারি তাদের বিচার শুরু হবে। তারা অভিযোগ অস্বীকার করে দাবি করেছে, তারা শুধু অভিবাসীদের ট্রাকে উঠতে সহায়তা করেছিল।
ফ্রান্স থেকে যুক্তরাজ্যে ট্রাকের ভেতর লুকিয়ে যাওয়ার চেষ্টা কমলেও এখনো বন্ধ হয়নি। সম্প্রতি রুয়োঁ শহরে একটি ফ্রিজিং ট্রাক থেকে চার ইরাকি নাগরিককে জীবিত উদ্ধার করা হয়। এর আগে ফ্রান্সের উত্তরে আরেকটি ট্রাক থেকে ১১ জন ইরিত্রীয় অভিবাসীকে উদ্ধার করা হয়েছিল। ফ্রিজিং ট্রাকের ভেতরে তাপমাত্রা শূন্য ডিগ্রির নিচে নেমে যাওয়ায় জীবন সংকটের ঝুঁকি থাকে। ২০১৯ সালে যুক্তরাজ্যের কাছে একটি ট্রাকে ৩৯ জন ভিয়েতনামি নাগরিকের মরদেহ পাওয়া গিয়েছিল।
logo-1-1740906910.png)