Logo
×

Follow Us

ইউরোপ

স্লোভেনিয়ায় নতুন ডিজিটাল নোম্যাড ভিসা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ১৮:৪৭

স্লোভেনিয়ায় নতুন ডিজিটাল নোম্যাড ভিসা

স্লোভেনিয়া ২০২৫ সালের ২১ নভেম্বর থেকে আন্তর্জাতিক রিমোট কর্মীদের জন্য ডিজিটাল নোম্যাড ভিসা চালু করেছে। এই ভিসার মাধ্যমে বিদেশি কর্মীরা এক বছর স্লোভেনিয়ায় বসবাস ও কাজ করার সুযোগ পাবেন। দেশটির সমৃদ্ধ সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্য এবং আধুনিক প্রযুক্তি অবকাঠামো রিমোট কর্মীদের জন্য এক আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠছে।  

ডিজিটাল নোম্যাড ভিসা মূলত একটি আবাসিক অনুমতি, যা রিমোট কর্মীদের স্লোভেনিয়ার শক্তিশালী ডিজিটাল অবকাঠামো ব্যবহারের সুযোগ দেবে। ইউরোপের “সবুজ হৃদয়” নামে পরিচিত দেশটি উচ্চমানের জীবনযাত্রা, আধুনিক প্রযুক্তি এবং প্রাকৃতিক সৌন্দর্যের কারণে রিমোট কর্মীদের জন্য আদর্শ কর্মস্থল ও ভ্রমণ কেন্দ্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করছে।  

ইউরোপীয় ইউনিয়নের বাইরের নাগরিকরা এই ভিসার জন্য আবেদন করতে পারবেন। সর্বোচ্চ ১২ মাসের জন্য তারা স্লোভেনিয়ায় বসবাস করে বিদেশি কোম্পানি বা ক্লায়েন্টের জন্য কাজ করতে পারবেন। আবেদনকারীদের প্রমাণ দিতে হবে যে তারা রিমোট কাজ করতে সক্ষম এবং নিজেদের জীবিকা নির্বাহের জন্য পর্যাপ্ত অর্থনৈতিক সামর্থ্য রয়েছে।  

এই ভিসা স্থানীয় অর্থনীতি ও পর্যটন খাতে নতুন সম্ভাবনা তৈরি করবে। দীর্ঘ সময় অবস্থানকারী ডিজিটাল নোম্যাডরা স্থানীয় ব্যবসা, হোটেল, রেস্তোরাঁ ও সেবা খাতকে সক্রিয় করবে। রাজধানী লিউব্লিয়ানা, মারিবর ও পিরান শহরগুলোতে তাদের উপস্থিতি বাড়বে। পাশাপাশি লেক ব্লেড, ট্রিগ্লাভ ন্যাশনাল পার্ক ও জুলিয়ান আল্পসের মতো প্রাকৃতিক সৌন্দর্যও তাদের আকর্ষণ করবে।  

স্লোভেনিয়ার ছোট আকার, প্রাকৃতিক সৌন্দর্য ও উচ্চমানের জীবনযাত্রা কাজ ও অবসরের মধ্যে ভারসাম্য তৈরি করে। দেশটিতে প্রচুর কোওয়ার্কিং স্পেস রয়েছে, যেখানে নোম্যাডরা একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারেন। কাজের বাইরে পাহাড়ে হাঁটা, সাইক্লিং, স্কি কিংবা প্রাকৃতিক স্পা উপভোগ করার সুযোগও রয়েছে।  

স্লোভেনিয়ার খাদ্য সংস্কৃতিও সমৃদ্ধ। স্থানীয় ও আঞ্চলিক খাবার পর্যটক ও নোম্যাডদের জন্য বাড়তি আকর্ষণ।  

এই ভিসা স্লোভেনিয়ার পর্যটন শিল্পে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলবে। মৌসুমি পর্যটনের বাইরে সারা বছর পর্যটন সক্রিয় রাখতে এটি সহায়ক হবে। একই সঙ্গে পরিবেশবান্ধব পর্যটন ও টেকসই উন্নয়নকে এগিয়ে নেবে। 

Logo