Logo
×

Follow Us

ইউরোপ

ইউরোপ অভিবাসনের খবর

ইতালিতে পুলিশের অভিযান, ভুয়া পারমিটে পাচারের অভিযোগ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ১৭:১৩

ইতালিতে পুলিশের অভিযান, ভুয়া পারমিটে পাচারের অভিযোগ

ভুয়া পারমিট আর জাল কাগজপত্র বিক্রি করা এক কালোবাজারি চক্রকে ধরেছে ইতালির এন্টি মাফিয়া ইউনিট। এই চক্রটির মূল লক্ষ্য ছিল বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কাসহ অন্যান্য কিছু দেশের অভিবাসীপ্রত্যাশী মানুষজন। যাদের কাছে ভুয়া পারমিট বিক্রি করে এই চক্রটি কোটি কোটি টাকা কালোবাজারি করত। 

ইতালি কর্তৃপক্ষের মতে, চক্রটি সরকারি দপ্তর ‘কাফ’ এর নামে অনিয়মিত অভিবাসীদের কাছ থেকে জনপ্রতি ৩ হাজার থেকে ১০ হাজার ইউরো পর্যন্ত আদায় করত।

ইনফো মাইগ্রেন্টসের খবরে বলা হচ্ছে, চক্রটির কিছু ইতালীয় ও বিদেশি মধ্যস্থতাকারী ছিল, যারা বিদেশি শ্রমিক খুঁজে আনত বা ভুয়াভাবে নিজেদের কোম্পানিকে নিয়োগদাতা হিসেবে দেখিয়ে আবেদন জমা দিত। বাস্তবে এসব কোম্পানিতে কোনো কাজের সুযোগই ছিল না।

তদন্তে দেখা গেছে, চক্রটি প্রায় ৫০০ আবেদন জমা দেয়, যার মাধ্যমে বাংলাদেশ, মরক্কো, তিউনিশিয়া, পাকিস্তান ও শ্রীলঙ্কার নাগরিকদের ইতালিতে ভুয়া মৌসুমি কাজের চুক্তির প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়া হতো৷

বাংলাদেশ, নেপাল, পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার কিছু মানুষের কাছে ইতালি এখনো এক লোভনীয় গন্তব্য। জীবনের তোয়াক্কা না করে বৈধ বা অবৈধ যে কোনো উপায়ে মানুষ যেতে চায় ইতালিতে। আর তাদেরই টার্গেট করছে দেশ-বিদেশের অভিবাসী চক্র।

Logo