ইতালিতে অভিবাসী পাচারের অভিযোগে সাতজনকে আটক করেছে পুলিশ। তারা ভুয়া পারমিটের নামে অভিবাসীদের অবৈধভাবে দেশে প্রবেশ করাচ্ছিল। তদন্তে জানা গেছে, এই চক্রটি দীর্ঘদিন ধরে অভিবাসীদের ভুয়া নথি তৈরি করে ইউরোপে প্রবেশে সহায়তা করছিল।
ইনফো মাইগ্র্যান্টসের প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, আটককৃতরা মূলত দক্ষিণ এশিয়া ও আফ্রিকার অভিবাসীদের টার্গেট করত। তারা অভিবাসীদের কাছ থেকে বিপুল অর্থ আদায় করত এবং ভুয়া নথি দিয়ে ইতালিতে প্রবেশ করাত। অনেক ক্ষেত্রে অভিবাসীদের প্রতিশ্রুত কাজ বা সুযোগও দেওয়া হয়নি। ফলে তারা মানব পাচারের শিকার হয়ে পড়েন।
তদন্তে আরো জানা গেছে, এই চক্রটি অভিবাসীদের জন্য ভুয়া পরিচয়পত্র, ভ্রমণ নথি এবং চাকরির কাগজপত্র তৈরি করত। এসব নথি ব্যবহার করে অভিবাসীরা ইতালিতে প্রবেশ করলেও পরে তারা বিপাকে পড়তেন। কারণ নথিগুলো যাচাইয়ের সময় ধরা পড়ে যেত।
ইতালির পুলিশ বলছে, এই চক্রের কার্যক্রম শুধু অভিবাসীদের জন্য নয়, বরং দেশের নিরাপত্তার জন্যও বড় হুমকি। ভুয়া নথি ব্যবহার করে প্রবেশকারীরা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারে। তাই এ ধরনের চক্রকে কঠোরভাবে দমন করা জরুরি।
আটককৃতদের বিরুদ্ধে মানব পাচার, ভুয়া নথি তৈরি এবং অভিবাসন আইন ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। তাদের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে এবং দোষী প্রমাণিত হলে কঠোর শাস্তি দেওয়া হবে।
বিশেষজ্ঞরা বলছেন, ইউরোপে অভিবাসীদের প্রবেশের চাহিদা বাড়ায় পাচারকারীরা নতুন নতুন কৌশল ব্যবহার করছে। অভিবাসীদের সতর্ক থাকতে হবে এবং বৈধ পথে বিদেশ যাওয়ার চেষ্টা করতে হবে।
logo-1-1740906910.png)