ইউরোপ অভিবাসনের খবর
ইউকেতে আশ্রয় আবেদনে বাংলাদেশিরা শীর্ষ পাঁচে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ২১:২২
চলতি বছরের জুন পর্যন্ত হিসাবে গত ১২ মাসে যুক্তরাজ্যে আশ্রয়ের জন্য আবেদন করেছেন ৬ হাজার ৬৪৯ জন বাংলাদেশি। দেশটিতে আশ্রয় চাওয়া বিভিন্ন দেশের নাগরিকদের মধ্যে বাংলাদেশের অবস্থান ৫ নম্বরে। ২০২৪ সালে সেই সংখ্যা ছিল ৭ হাজার ২২৫ জনে। ২০২৩ সালের চেয়ে ২৪-এ এই সংখ্যা ৪২ শতাংশ বেশি ছিল। ২০২৪ সালের চেয়ে ২০২৫ ইউকেতে বাংলাদেশিদের রাজনৈতিক আশ্রয় চাওয়া মানুষের সংখ্যা বরং খানিকটা কমেছে।
ইনফো মাইগ্রেন্টস বাংলার এক খবরে বলা হয়েছে, ২০২৫ সালের জুন পর্যন্ত ১২ মাসে বিভিন্ন দেশের ১ লাখ ১১ হাজার ৮৪ জন রাজনৈতিক আশ্রয় চেয়ে আবেদন করেছে। তাদের মধ্যে শীর্ষ তিন দেশ হলো পাকিস্তান, ইরান ও আফগানিস্তান আর পঞ্চম স্থানে বাংলাদেশ। এশিয়ার এই তিন দেশ ও বাংলাদেশে গত এক বছরে যুদ্ধ ও অভ্যন্তরীণ রাজনৈতিক সংঘাতের কারণে অস্থিতিশীল পরিস্থিতি লক্ষ্য করা যায়। ফলে এসব দেশের মানুষ নিরাপদ আশ্রয় পেতে ইউকেকে বেছে নিয়েছে।
দেশটিতে গত এক বছরে সমুদ্রে অবৈধপথে যুক্তরাজ্যে ঢুকেছে ৪৮ হাজার মানুষ। তার মধ্যে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে ঢুকেছে ৪২ হাজার মানুষ। এসব মানুষের মধ্যে আফগানিস্তান, ইরানের সংখ্যা শীর্ষে।
অনিয়মিত এসব অভিবাসন কেবল ইউকে নয়, গোটা ইউরোপের দেশগুলোর সরকারের জন্য মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। একদিকে উন্নয়নশীল দেশগুলোতে যুদ্ধের কারণে জীবননাশের শঙ্কা, রাজনৈতিক অস্থিতিশীলতা মানুষকে বেপরোয়াভাবে ইউরোপমুখী করে তুলছে, অন্যদিকে ইউরোপের নানা দেশ অভিবাসী ঠেকাতে অভিবাসন আইন কঠোর করছে। তবু ইউরোপমুখী অনিয়মিত অভিবাসনের ঢেউ ঠেকাতে জেরবার হচ্ছে ইউরোপের নানা দেশ।
logo-1-1740906910.png)