Logo
×

Follow Us

ইউরোপ

ইউরোপে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধনে সময় বাড়ানোর দাবি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ০৮:৪১

ইউরোপে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধনে সময় বাড়ানোর দাবি

আগামী ২৯ নভেম্বর থেকে ইউরোপের ককেশাস, ইউরোপীয় ইউনিয়ন, বলকান অঞ্চল, গ্রেট ব্রিটেন ও তুরস্কে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন শুরু হচ্ছে। এই নিবন্ধন প্রক্রিয়া পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত। এর আগে ১৯ নভেম্বর ইস্ট এশিয়া অঞ্চলের চীনে এ কার্যক্রম শুরু হয়েছে। সরকারি কর্মকর্তাদের নিবন্ধনের মাধ্যমে পুরো প্রক্রিয়া শেষ হয় ২৩ ডিসেম্বর।  

বাংলানিউজ টোয়েন্টিফোরের এক প্রতিবেদনে প্রবাসী বাংলাদেশিরা জানিয়েছেন, প্রথমবারের মতো ভোটার নিবন্ধনের জন্য পাঁচ দিনের সময়সীমা খুবই কম। তারা আশঙ্কা করছেন, সার্ভার ডাউন, ওটিপি বার্তা না পাওয়া বা অন্যান্য প্রযুক্তিগত সমস্যার কারণে অনেকেই সময়মতো নিবন্ধন করতে পারবেন না। ইতালি, ফ্রান্স, পর্তুগাল, স্পেনসহ বিভিন্ন দেশে বিপুলসংখ্যক শ্রমিক শ্রেণি থাকায় তাদের জন্যও সময় বাড়ানো প্রয়োজন। এতে তারা সহজে অ্যাপ ডাউনলোড করে অন্যের সাহায্যে নিবন্ধন করতে পারবেন।  

জার্মান প্রবাসী শিক্ষার্থী জুবায়ের রহমান আকাশ বলেন, ইউরোপে অনেক শিক্ষার্থী ও চাকরিজীবী সাপ্তাহিক ছুটির দিনে ব্যস্ত থাকেন। আবার ব্যবসায়ী ও শ্রমিকরা হোটেল-রেস্টুরেন্টে কাজের কারণে ছুটির দিনেও সময় পান না। তাই যদি ইউরোপের প্রবাসীদের জন্যও ২৩ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়, তাহলে অনেক বেশি মানুষ ভোটার হিসেবে নিবন্ধিত হতে পারবেন।  

এদিকে ইতালির রোমে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের নবগঠিত আহ্বায়ক কমিটির নেতারা রাষ্ট্রদূত এটিএম রকিবুল হকের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৈঠকে তারা ভোটার নিবন্ধনের সময় বাড়ানোর দাবি জানান। রাষ্ট্রদূত বলেন, ভোটাধিকার সংরক্ষণে দূতাবাস আন্তরিক এবং স্বচ্ছতা ও সর্বোচ্চ অংশগ্রহণ নিশ্চিত করতে কাজ করছে।  

ইউরোপের বিভিন্ন বাংলাদেশ দূতাবাস প্রবাসীদের মধ্যে জনসচেতনতা সৃষ্টির জন্য প্রচারণা চালাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও সেমিনারের মাধ্যমে অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। জার্মানির বার্লিনে বাংলাদেশ দূতাবাস পোস্টাল ভোটিং নিবন্ধন বিষয়ক একটি সেমিনারের আয়োজন করেছে। এছাড়া ডেনমার্ক, ইতালি, স্পেন ও পোল্যান্ডের দূতাবাসও একই ধরনের প্রচারণা চালাচ্ছে।

Logo