Logo
×

Follow Us

ইউরোপ

যুক্তরাজ্যের ভিসা নিয়ে সতর্ক করল ব্রিটিশ হাইকমিশন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ০৬:৫০

যুক্তরাজ্যের ভিসা নিয়ে সতর্ক করল ব্রিটিশ হাইকমিশন

বাংলাদেশে অবস্থানরত ব্রিটিশ হাইকমিশন যুক্তরাজ্যের ভিসা ও ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) নিয়ে নতুন সতর্কবার্তা দিয়েছে। ১৬ নভেম্বর প্রকাশিত বার্তায় হাইকমিশন স্পষ্ট করে জানিয়েছে, কোনো ভিসা বা ইটিএ কোনোভাবেই গ্যারান্টিযুক্ত নয়।  

বার্তায় বলা হয়েছে, ফোন, ই-মেইল বা টেক্সট বার্তার মাধ্যমে যারা ভিসা নিশ্চিত করে দেওয়ার দাবি করছে, তারা আসলে প্রতারণায় লিপ্ত। কেউ যদি দাবি করে যে তারা যুক্তরাজ্যের ভিসা নিশ্চিত করতে পারবে, তবে সেটি নিঃসন্দেহে ভুয়া। এ ধরনের প্রলোভনে না পড়তে নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।  

হাইকমিশন আরো জানিয়েছে, যুক্তরাজ্যের ভিসা আবেদন ও মূল্যায়ন সম্পূর্ণভাবে সরকারি প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়। এ বিষয়ে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বিশেষ প্রভাব বা নিশ্চয়তা দেওয়ার ক্ষমতা রাখে না। তাই ভিসা-সংক্রান্ত বিষয়ে কেবলমাত্র সরকারি নির্দেশিকা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।  

বাংলাদেশি নাগরিকদের ভিসা-সংক্রান্ত অফিসিয়াল নির্দেশিকা ও যাচাই-বাছাইয়ের জন্য সরাসরি ব্রিটিশ সরকারের ওয়েবসাইট থেকে তথ্য নিতে বলা হয়েছে। এতে সঠিক তথ্য পাওয়া যাবে এবং প্রতারণার ঝুঁকি এড়ানো সম্ভব হবে।   

ব্রিটিশ হাইকমিশনের এই সতর্কবার্তা স্পষ্ট করেছে যে যুক্তরাজ্যের ভিসা বা ইটিএ কোনোভাবেই নিশ্চিত নয়। প্রতারণার ফাঁদে না পড়ে সরকারি ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করাই নিরাপদ পথ। নাগরিকদের সচেতনতা ও সতর্কতা বজায় রাখার ওপরই গুরুত্ব দিয়েছে হাইকমিশন।

Logo