পর্তুগালে কাজের ভিসা স্থগিত, নেপালি দূতাবাসের সতর্কবার্তা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ০৭:১৪
লিসবনে অবস্থিত নেপালের দূতাবাস সম্প্রতি এক বিবৃতিতে জানিয়েছে, পর্তুগাল সরকার ২৩ অক্টোবর ২০২৫ থেকে সব ধরনের কাজের ভিসা স্থগিত করেছে। কেবলমাত্র উচ্চ দক্ষতাসম্পন্ন চাকরির জন্য ভিসা দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে প্রতারক চক্র নেপালি নাগরিকদের ভুয়া চাকরির প্রলোভন দেখাচ্ছে বলে দূতাবাস সতর্ক করেছে।
দূতাবাসের বরাতে দ্য হিমালয়ান টাইমস পত্রিকা জানায়, প্রতারকরা নেপাল ও মধ্যপ্রাচ্যে অবস্থানরত নেপালি নাগরিকদের লক্ষ্য করছে। তারা ভুয়া বিজ্ঞাপন ও অবৈধ রিক্রুটমেন্টের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করছে। অনেককে বলা হচ্ছে, পর্তুগালে সহজেই কাজের ভিসা পাওয়া যাবে। কিন্তু বাস্তবে বর্তমানে কোনো নতুন ভিসা ইস্যু হচ্ছে না।
দূতাবাসের নির্দেশনা:
- নেপালি নাগরিকদের অবৈধ রিক্রুটমেন্ট এজেন্সি বা ভুয়া বিজ্ঞাপন থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে।
- যারা পর্তুগালে কাজের ভিসার জন্য আবেদন করতে চান, তাদেরকে দূতাবাস বা সরকারি চ্যানেলের মাধ্যমে তথ্য যাচাই করতে বলা হয়েছে।
- কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি ভিসা দেওয়ার প্রতিশ্রুতি দেয়, তবে তা প্রতারণা হতে পারে।
পর্তুগাল সরকার জানিয়েছে, শ্রমবাজারে ভারসাম্য আনার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে কেবলমাত্র উচ্চ দক্ষতাসম্পন্ন চাকরির জন্য ভিসা দেওয়া হচ্ছে। সাধারণ শ্রমিক বা অদক্ষ কর্মীদের জন্য নতুন ভিসা ইস্যু বন্ধ রয়েছে।
এই সিদ্ধান্তে অনেক নেপালি নাগরিক ক্ষতিগ্রস্ত হতে পারেন, যারা পর্তুগালে কাজের সুযোগ খুঁজছিলেন। তবে দূতাবাসের সতর্কবার্তা তাদের প্রতারণা থেকে রক্ষা করতে সহায়ক হবে।
logo-1-1740906910.png)