Logo
×

Follow Us

ইউরোপ

বৃটেনে নতুন সরকারের আমলে ২৫ হাজার অবৈধ অভিবাসীর প্রবেশ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৭

বৃটেনে নতুন সরকারের আমলে ২৫ হাজার অবৈধ অভিবাসীর প্রবেশ

লেবার পার্টির প্রধান কিয়ার স্টারমার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেয়ার পর এ পর্যন্ত ২৫ হাজারেরও বেশি অভিবাসী ফরাসি উপকূল থেকে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে দেশটিতে পৌঁছেছেন৷

ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে৷

এতে বলা হয়েছে, ১৫ ফেব্রুয়ারি চারটি নৌকায় মোট ২৪০ জন অভিবাসী চ্যানেল পাড়ি দিয়েছেন৷ এর মধ্য দিয়ে ২০২৫ সালে চ্যানেল পেরিয়ে যুক্তরাজ্যে আসা অভিবাসীর সংখ্যা হয়েছে এক হাজার ৮৯৩ জন৷

স্টারমার প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে এসেছেন ২৫ হাজার ১৩৫ জন অভিবাসী৷ শনিবার আসা অভিবাসীর সংখ্যা ছিল এ বছরে একদিনে আসা দ্বিতীয় সর্বোচ্চ৷ চলতি বছর ১৩ জানুয়ারি একদিনে সর্বোচ্চ ২৬০ জন অভিবাসী ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছেছেন৷

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছর আসা অভিবাসীর সংখ্যা ২০২৩ সালের ২৯ হাজার ৪৩৭ জনের তুলনায় ২৫ শতাংশ বেড়েছে৷ তবে, ২০২২ সালে রেকর্ড ৪৫ হাজার ৭৭৪ জন অভিবাসী দেশটিতে এসেছেন৷ গত বছরের তুলনায় সংখ্যাটি অন্তত ২০ শতাংশ বেশি৷

ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা হোম অফিসের একজন মুখপাত্র বলেছেন, ‘‘আমরা সবাই বিপজ্জনক পথে ছোট নৌকা পারাপার বন্ধ করতে চাই৷ কারণ, এই যাত্রা জীবনের জন্য ঝুঁকিপূর্ণ এবং আমাদের সীমান্ত নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করে৷’’

তিনি আরো বলেন, ‘‘মানব পাচারকারী চক্রগুলো শুধু অর্থ আয়কে গুরুত্ব দেয়৷ মানুষ বাঁচল নাকি মরে গেল, তা নিয়ে তাদের কোনো ভ্রুক্ষেপ নেই৷

মানব পাচারাকারীদের ব্যবসায়িক মডেল ভেঙে দেয়া এবং তাদের বিচারের আওতায় আনতে নেয়া পদক্ষেপ থেকে কিছুতেই সরে আসবেন না বলেও আবারও জোর দিয়ে বলেছেন হোম অফিসের মুখপাত্র৷

তথ্যসূত্র: ইনফো মাইগ্র্যান্ট -১৭.০২.২০২৫

Logo