ঘৃণা, বৈষম্য ও শোষণের ঝুঁকিতে রোমানিয়ায় অভিবাসী শ্রমিকরা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ০৯:৩৭
রোমানিয়ায় অভিবাসী শ্রমিকরা বর্তমানে দ্বিমুখী সংকটে পড়েছেন- একদিকে ঘৃণা ও বৈষম্য, অন্যদিকে শোষণ ও অনিয়মিত কর্মপরিবেশ। বিশেষ করে বাংলাদেশি শ্রমিকরা বৈষম্যমূলক আচরণ ও নিরাপত্তাহীনতার পাশাপাশি কম মজুরি ও অতিরিক্ত কাজের চাপের শিকার হচ্ছেন।
রোমানিয়া দীর্ঘদিন ধরে পশ্চিম ইউরোপে শ্রমিক সরবরাহকারী দেশ হিসেবে পরিচিত ছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে দেশটি নিজেই অভিবাসী শ্রমিকদের ওপর নির্ভরশীল হয়ে উঠেছে। নির্মাণ, খাদ্য সরবরাহ ও কৃষি খাতে বিপুল সংখ্যক বিদেশি শ্রমিক কাজ করছেন। এর মধ্যে উল্লেখযোগ্য অংশ বাংলাদেশি।
সাম্প্রতিক সময়ে রোমানিয়ায় অভিবাসীদের বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য, অনলাইন বিদ্বেষ এবং রাস্তায় হামলার ঘটনা বেড়েছে। রাজধানী বুখারেস্টে বাংলাদেশি তরুণ সাব্বিরুল আলম জানান, তিনি রাতে খাবার সরবরাহের কাজ বন্ধ করেছেন কারণ তার এক সহকর্মীকে রাস্তায় আক্রমণ করা হয়েছিল। হামলাকারী তাকে বলেছিল, “তুমি অনুপ্রবেশকারী, দেশে ফিরে যাও।” এ ধরনের ঘটনা অভিবাসীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।
অভিবাসী শ্রমিকরা শুধু বৈষম্যের শিকার হচ্ছেন না, বরং কর্মক্ষেত্রে শোষণের মুখেও পড়ছেন। অনেককে কম মজুরি দেওয়া হয়, অতিরিক্ত সময় কাজ করানো হয় এবং কখনো কখনো প্রতিশ্রুত সুবিধা দেওয়া হয় না। শ্রমিক সংগঠনগুলো বলছে, অভিবাসীদের দুর্বল অবস্থানকে কাজে লাগিয়ে নিয়োগকর্তারা তাদের অধিকার হরণ করছেন।
রোমানিয়ার ডানপন্থি রাজনৈতিক দলগুলো অভিবাসীদের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে। তারা দাবি করছে, বিদেশি শ্রমিকরা স্থানীয়দের চাকরি কেড়ে নিচ্ছে। এই বক্তব্য জনমনে ক্ষোভ বাড়াচ্ছে এবং অভিবাসীদের প্রতি বৈরিতা বাড়াচ্ছে। ফলে অভিবাসীরা সামাজিকভাবে আরো বিচ্ছিন্ন হয়ে পড়ছেন।
মানবাধিকার সংগঠনগুলো সতর্ক করেছে যে, রোমানিয়ায় অভিবাসী শ্রমিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত না হলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে। ইউরোপীয় ইউনিয়নও শ্রমিকদের সুরক্ষা ও ন্যায্য আচরণ নিশ্চিত করতে রোমানিয়ার ওপর চাপ বাড়াচ্ছে।
logo-1-1740906910.png)