Logo
×

Follow Us

ইউরোপ

বেলজিয়ামের ভিসা আবেদন এখন ঢাকায় ভিএফএস গ্লোবালে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ০৯:৫৮

বেলজিয়ামের ভিসা আবেদন এখন ঢাকায় ভিএফএস গ্লোবালে

বেলজিয়ামে যাওয়ার জন্য বাংলাদেশিদের মধ্যে আগ্রহ দিন দিন বাড়ছে। উচ্চশিক্ষা, গবেষণা, ব্যবসা এবং পর্যটনের জন্য দেশটি একটি জনপ্রিয় গন্তব্য। বেলজিয়ামে ভ্রমণ, শিক্ষা বা কাজের উদ্দেশ্যে যেতে আগ্রহীদের জন্য সুখবর দিয়েছে দেশটির দিল্লির দূতাবাস। আগামী ১৬ নভেম্বর থেকে ঢাকার ভিএফএস গ্লোবাল অফিস থেকে বেলজিয়ামের ভিসা আবেদনের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুকিং শুরু হবে।

বেলজিয়ামের দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিস সময়সূচিতে ভিসা আবেদনকারীরা ঢাকার বনানীর বোরাক মেহনূর ভবনের ৫১/বি, লেভেল ৭, কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে অবস্থিত ভিএফএস গ্লোবাল অফিসে যোগাযোগ করতে পারবেন।

দূতাবাসের ফেসবুক পেজে নিয়মিতভাবে ভিসা-সংক্রান্ত তথ্য, প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা, আবেদন প্রক্রিয়া এবং সময়সীমা সম্পর্কে হালনাগাদ তথ্য প্রকাশ করা হয়। আগ্রহীদের সেখানে চোখ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

পূর্ববর্তী অভিজ্ঞতাগুলো থেকে জানা যায়, সঠিকভাবে আবেদন করলে এবং প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত থাকলে ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি।

ভিসা আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা:

- আবেদনপত্র পূরণে সতর্কতা অবলম্বন করুন

- পাসপোর্ট, ছবি, ব্যাংক স্টেটমেন্ট, ইনভাইটেশন লেটার (যদি থাকে) প্রস্তুত রাখুন

- ভিএফএসের ওয়েবসাইটে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট বুকিং নিশ্চিত করুন

- দূতাবাসের ফেসবুক পেজে নিয়মিত তথ্য যাচাই করুন

বেলজিয়ামের দূতাবাস ও ভিএফএস গ্লোবাল যৌথভাবে আবেদন প্রক্রিয়া সহজ ও স্বচ্ছ করতে কাজ করছে। আগ্রহীরা চাইলে সরাসরি ভিএফএস অফিসে গিয়ে তথ্য নিতে পারবেন অথবা অনলাইনে আবেদন সংক্রান্ত সহায়তা পেতে পারেন।

Logo